বাংলাহান্ট ডেস্ক: বহু বছর হয়ে গেল মুম্বইয়ে সংসার পেতেছেন বিপাশা বাসু (Bipasha Basu)। বলিউডেই শুরু করেছিলেন নিজের অভিনয়ের কেরিয়ার। এখন অবশ্য আর সিনেমায় দেখা যায় না বিপাশাকে। সংসার করার দিকেই মন দিয়েছেন তিনি। আর এখন তো নতুন সদস্যও এসে গিয়েছে করণ এবং বিপাশার পরিবারে। শনিবার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তাঁর কোল জুড়ে এসেছে এক ফুটফুটে পরী।
বিয়ের ছয় বছর পর প্রথমবার মা হলেন বিপাশা। অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এর আগে একাধিক বার বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু প্রতিবারই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, যেদিন গুঞ্জন সত্যি হবে নিজেই সুখবরটা ভাগ করে নেবেন সবার সঙ্গে।
কথা রেখেছিলেন বিপাশা। গত অগাস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় ঘটা করে সুখবর ফাঁস করেন তিনি। গর্ভাবস্থার সময়েও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন বিপাশা। ছবি, ভিডিও শেয়ার করে শরীর স্বাস্থ্যের আপডেট দিয়েছেন অনুরাগীদের। শনিবার প্রথম সন্তানের জন্ম দেওয়ার পরেও অনুরাগীদের কাছ থেকে কিছুই লোকাননি বিপাশা।
সদ্যোজাত মেয়ের ছোট্ট ছোট্ট দুটো গোলাপি পায়ের ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন খুদের নামও। মেয়ের নাম তাঁরা রেখেছেন, দেবী। পুরো নাম দেবী বাসু সিং গ্রোভার। বিপাশা আরো লিখেছেন, ‘আমাদের ভালবাসা এবং আশীর্বাদের মূর্ত প্রকাশ। মা এসে গিয়েছে আর ও সত্যিই ঐশ্বরিক।’
https://www.instagram.com/p/Ck25DKZNmAo/?igshid=YmMyMTA2M2Y=
এর আগে বাঙালি মতে সাধও খেয়েছিলেন বিপাশা। পঞ্চব্যঞ্জনে থালা সাজিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। ভাল, ডাল, পাঁচ রকম ভাজা, মাছ, মাংস মিষ্টি বাদ ছিল না কিছুই। বয়োজ্যেষ্ঠদের থেকে আশীর্বাদ নিয়ে মায়ের হাতে প্রথম সাধের খাবার মুখে তোলেন বিপাশা। এদিনের একগুচ্ছ ছবি, ভিডিও অনুরাগীদের জন্য শেয়ার করেছিলেন তিনি। ক্যাপশনে বাংলায় লিখেছিলেন, ‘আমার সাধ, ধন্যবাদ মা’।