স্বামীর সঙ্গে শেষযাত্রায় সঙ্গী হলেন স্ত্রীও, একই চিতায় পাশাপাশি রইলেন বিপিন-মধুলিকা রাওয়াত

বাংলাহান্ট ডেস্কঃ ৮ ই ডিসেম্বর ২০২১, বুধবার সকালের তামিলনাড়ুর কুন্নুরের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মারা যান মোট ১৩ জন। মোট ১৪ জন ওই কপ্টারে থাকলেও, একজন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

শুক্রবার ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়তকে চোখের জলে বিদায় জানাল গোটা দেশ। ১৭ তোপধ্বনির মাধ্যমে পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল দেশের এই মহান ব্যক্তিত্বকে। সেইসঙ্গে একই চিতায় তাঁর পাশেই থাকলেন স্ত্রী মধুলিকা রাওয়াতও।

vbhvbvbhvbh

বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে দিল্লীতে পৌঁছায় জেনারেল রাওয়ত ও তাঁর স্ত্রীর মৃতদেহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সকলেই বিপিন রাওয়তকে শেষ শ্রদ্ধা জানান পালাম বিমানবন্দরে।

কামরাজ মার্গের বাসভবনে নিয়ে যাওয়া হয় জেনারেলের দেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে অসংখ্য সাধারণ মানুষও। তারপর শববাহী শকট তাঁর দেহ নিয়ে ব্রার স্কোয়ারের উদ্দেশে রওনা দেয়। বিকেল ৪ টে নাগাদ ১৭ তোপধ্বনির মাধ্যমে অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয় সস্ত্রীক বিপিন রাওয়তের।

প্রসঙ্গত, সেদিনের কপ্টার দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল বাংলাতেও। এই শোকের প্রভাব ছড়িয়ে পড়েছিল দার্জিলিঙের তাকদাতেও। কারণ, ওই কপ্টারেই বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। এই দুর্ঘটনায় তিনিও প্রাণ হারান। যার কারণে শোকের ছায়া নেমে আসে পাহাড়েও।

Smita Hari

সম্পর্কিত খবর