বাংলা হান্ট ডেস্কঃ বুধবার ৮ ই ডিসেম্বর ২০২১ এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় ভারতে (india)। আকাশপথে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৩ জন যাত্রী। ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য Mi-17V5 হেলিকপ্টার, কিভাবে ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।
এই দুর্ঘটনার পর প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্ম চেলানির (Brahma Chellaney) একটি ট্যুইট বর্তমানে আলোচনার শীর্ষে চলে এসেছে। তিনি এই দুর্ঘটনার তুলনা করলেন তাইওয়ানের চিফ অব দ্য জেনারেল স্টাফের মৃত্যুর সঙ্গে।
At a time when China's 20-month-long border aggression has resulted in a warlike situation along the Himalayan front, the tragic death of India's chief of defense staff, Gen. Rawat, his wife and 11 other military personnel in a helicopter crash couldn't have come at a worse time.
— Brahma Chellaney (@Chellaney) December 8, 2021
তিনি ট্যুইটে বলেন, ‘চীনের বিরুদ্ধে কঠোর হওয়া ভারতের চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তাইওয়ানের জেনারেল স্টাফের হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে অনেক মিল রয়েছে। ২০২০ সালের শুরুর দিকে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তাইওয়ানের জেনারেল স্টাফ প্রয়াত হন। সেই হেলিকপ্টারের মধ্যে ছিলেন শেন ই-মিং এবং দুই মেজর জেনারেল সহ আরও সাতজন। এই হেলিকপ্টার দুর্ঘটনাগুলোতে চীনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আধিকারিকদের মৃত্যু হচ্ছে’।
তিনি আরও লেখেন, ‘এই দুটি হেলিকপ্টার দুর্ঘটনার বিষয় এমনটা বলা যাচ্ছে না যে এই দুটো ঘটনার মধ্যে কোন মিল রয়েছে, কিংবা বাইরের কোন হাত রয়েছে। তবে দুই ক্ষেত্রেই শীর্ষ জেনারেলদের বহনকারী সামরিক হেলিকপ্টারগুলির রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রশ্ন উঠেছে’।
জানিয়ে রাখি, ২০২০ সালের জানুয়ারীতে তাইওয়ানের সেনাপ্রধানও একটি ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত। সেই ভয়াবহ দুর্ঘটনায় চিফ অফ জেনারেল স্টাফ শেন ই মিং এবং আরও ৭ জন সিনিয়র অফিসার নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় শেন ই মিংয়ের ব্ল্যাক হক হেলিকপ্টারটি পড়ে গিয়েছিল একটি পাহাড়ি এলাকায়। শেন ই মিং-ও ঠিক বিপিন রাওয়াতের মত করেই চীনের আগ্রাসন নীতির বিরোধীতা করেছিলেন’।