বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকপঞ্জি বিল পাস হয়েছে ইতিমধ্যে ভারতে আইনে রূপান্তরিত হয়েছে। ভারতীয় সংখ্যালঘুরা যে ক্ষিপ্ত। কোন দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনের ঢেউ দেখলেই বোঝা যাবে। তবে পশ্চিমবঙ্গে ঘটেছে তা আন্দোলন নয়, তান্ডব বা দৌরাত্ম্য বললে ভুল হবেনা।
কিন্তু শুধু দেশ রাজ্য নয় এর মজা নিতে প্রস্তুত ছিল ইমরান খান। যিনি ইতিমধ্যে বিষয়টি নিয়ে যথেষ্ট নাক গুলিয়ে ফেলেছেন। যা তার স্বভাবের মধ্যেই পড়ে। এবং সেই পরিস্থিতিতে ভারতের কাশ্মীর সীমান্তে উদ্বেগজনক অবস্থা সৃষ্টি করতে পারে পাকিস্তান তার অনেকটাই আচ পেয়েছে ভারত।
এই প্রসঙ্গে জানিয়েছে সেনাপ্রধান বিপিন রাউত জানিয়েছেন, “এলওসি-র পরিস্থিতির অবনতি হতে পারে যে কোনও সময়ে। আর তার জবাব দিতে আমরা তৈরি আছি।”মঙ্গলবার কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারতীয় সেনা আউটপোস্টগুলোতে হামলা চালায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।
এদিন সুন্দরবনি সেক্টরে নাথুয়া কাটিব্বা পোস্টেও হামলা চালায় পাক বাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি সংসদে জানিয়েছিলেন, অগস্ট থেকে অক্টোবরের মধ্যে‘‘সীমান্তরেখায় ৯৫০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।”