বুকে একরাশ দুঃখ, ভাঙা মন নিয়ে জয় করা ১১ টি পদ উৎসর্গ করলেন বিপিন রাওয়াতের আত্মীয়া

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য হারিয়েছেন স্বজনকে। বুকে জমা একরাশ দুঃখ। এই ভারাক্রান্ত মন নিয়েই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের (Bipin Rawat) স্ত্রী প্রয়াত মধুলিকার ভাইঝি বান্ধবী সিং (Bandhavi Singh)। দুচোখ জলে ভরে গেলেও, লক্ষ্য ছিল স্থির। আর সেই জোরেই শুটিং চ্যাম্পিয়নশিপে ১১ টি পদক জিতলেন বান্ধবী সিং। চ্যাম্পিয়ন হয়েছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে .২২ ক্যালিবার ও ৫০ মিটার ক্যাটেগরিতে।

প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের স্ত্রী প্রয়াত মধুলিকার ভাই যশবর্ধন সিং হলেন বান্ধবীর বাবা। গতবার শুটিং চ্যাম্পিয়নশিপে আটটি পদকের মধ্যে পাঁচটি সোনা পেয়েছিলেন বান্ধবী। আর এবার জিতে নিলেন ১১ টি পদক। মনে একরাশ দুঃখ নিয়েই টুর্নামেন্ট শেষ করেই দিল্লী উড়ে গেলে স্বজনের শেষকৃত্যে অংশ নিতে।

zvvjvvjbv

এবারের টুর্নামেন্ট অংশ নিয়ে ১১ টি পদক জিতে বান্ধবী বলেন, ‘আমার একটাই লক্ষ্য ছিল, এই টুর্নামেন্টে সোনা জয়। যাতে করে আমি প্রতিটি পদক প্রয়াত বিপিনজি এবং ওনার সঙ্গে প্রয়াত অন্য যোদ্ধাদের উৎসর্গ করতে পারি। নিজের মেন্টর এবং পথপ্রদর্শক হিসাবে চিরকাল বিপিনজিকে আমি মনে রাখব। মাথার মধ্যে শুধু ওনার একটাই কথা ঘুরছিল, ”কেউ কোন কাজ হাতে নিলে, তা শেষ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেওয়া উচিৎ নয়”।

গত ৮ ই ডিসেম্বর ২০২১, আচমকাই এক ভয়ঙ্কর ঘটনায় নড়ে ওঠে গোটা ভারত (india)। আকাশপথে চলতে গিয়ে আচমকাই ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য Mi-17V5 হেলিকপ্টার। মুহূর্তেই ধরে যায় আগুন। জানা যায় ওই দুর্ঘটনাগ্রস্থ কপ্টারে প্রয়াত হন চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জন যাত্রী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর