কপ্টার দুর্ঘটনায় শোকের ছায়া বাংলাতেও, প্রয়াত বিপিন রাওয়াতের নিরাপত্তারক্ষী সতপাল রাই

বাংলাহান্ট ডেস্কঃ ৮ ই ডিসেম্বর ২০২১, আচমকাই এক ভয়ঙ্কর ঘটনায় নড়ে ওঠে গোটা ভারত (india)। আকাশপথে চলতে গিয়ে আচমকাই ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য Mi-17V5 হেলিকপ্টার। মুহূর্তেই ধরে যায় আগুন। জানা যায় ওই দুর্ঘটনাগ্রস্থ কপ্টারে ছিলেন চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। জানা গিয়েছিল, কোন এক অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা।

বুধবার সকালের তামিলনাড়ুর কুন্নুরের দুর্গম পাহাড়ি এলাকার দুর্ঘটনাগ্রস্থ কপ্টারে সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ছিলেন মোট ১৪ জন। বিপিন রাওয়াত সমেত তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সেনার বিমান দুর্ঘটনায় দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং ওনার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৩ জন যাত্রী প্রয়াত হয়েছেন। গোটা দেশে নেমে আসে শোকার ছায়া।

2021 12img08 Dec 2021 PTI12 08 2021 000137B 1024x771 1

এই শোকের প্রভাব ছড়িয়ে পড়ল দার্জিলিঙের তাকদাতেও। জানা গিয়েছে, ওই কপ্টারেই বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। এই দুর্ঘটনায় তিনিও প্রাণ হারান। যার কারণে শোকের ছায়া নেমে আসে পাহাড়েও। এই ঘটনায় ট্যুইট করে শোক প্রকাশ করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও।

জানা গিয়েছে, চীফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ওনার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং হাবিলদার সৎপাল রাই ছাড়াও ওই কপ্টারে ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা। হেলিকপ্টারটি চালাচ্ছিন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। এনারা সকলেই প্রায়ত হলেও, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।

d21c27a73506fca0ddf4837af9319887 original

বায়ুসেনার এই অত্যাধুনিক মানের হেলিকপ্টারে আকাশ পথে কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর