বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে প্রখ্যাত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে (Leena Ganguly) গুলি করে মারার হুমকি দিয়ে বসেছিলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। সেই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হতেই এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন বড়পর্দার খলনায়ক। জানালেন, লীনার সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তাঁর।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক বাংলা সিরিয়ালগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিপ্লব। তাঁর অভিযোগ লীনার বিরুদ্ধে। তাঁর দাবি, লীনা নিজে মহিলা কমিশনের চেয়ারপার্সন। অথচ তাঁর সিরিয়ালগুলিতে মহিলাদের এক রকম অসম্মান করা হচ্ছে। এর জন্য লীনাকে গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেন ক্ষুব্ধ অভিনেতা।
বিষয়টা নিয়ে বর্ষীয়ানের অভিনেতার তীব্র নিন্দা করেছিলেন অভিনেতা ভরত কল। তাঁর দাবি, সিরিয়াল পছন্দ না হলে তিনি সমালোচনা করতেই পারেন। কিন্তু তাই বলে লীনা গঙ্গোপাধ্যায়কে গুলি করার কথা বলবেন বিপ্লব! ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছাতেই মুখ খোলেন বর্ষীয়ান অভিনেতা।
লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বিপ্লব। তিনি বলেন, সাক্ষাৎকারের কথার পিঠে কথা হচ্ছিল। তখনি উত্তেজনার বশে তিনি গুলি করার কথা বলে ফেলেছেন। পুরোটাই অনিচ্ছাকৃত বলে জানান বিপ্লব। লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। যা ঘটেছে তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত তিনি।
বিপ্লব অভিযোগ করেছিলেন, এখন প্রতিটি সিরিয়ালেরই গল্প এখন একই ধারার। ঘুরেফিরে সেই শাশুড়ি বৌমার কোন্দল, কূটকাচালি আর একাধিক বিয়ে তো লেগেই রয়েছে। ঘরে বৌ থাকা সত্ত্বেও রক্ষিতাকে নিয়ে এসে তোলে নায়ক। বিপ্লব জানান, তাঁর স্ত্রী রোজ সিরিয়াল দেখেন। কাজ না থাকলে বাধ্য হয়ে তিনিও দেখেন। তাতেই সিরিয়ালগুলোর এমন অবনতি দেখতে পেয়েছেন বিপ্লব।
বড়পর্দার প্রাক্তন খলনায়কের মুখে পুরনো সিরিয়াল গুলির স্তুতি। তিনি এও জানিয়েছেন, একটি চ্যানেলে সিরিয়াল পরিচালনা করার জন্য যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাঁর ইচ্ছা মতো শিক্ষামূলক সিরিয়াল দেখানো হবে না। তিনি প্রতিবাদ করেন বলে তাঁকে অভিনয়েও আর ডাকা হয় না বলে অভিযোগ করেছেন বিপ্লব।