স্বামীর সঙ্গে নিত্য অশান্তি, মহুয়ার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? প্রশ্ন তুললেন বিপ্লব চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক: মহুয়া রায়চৌধুরী (Mahua Roychowdhury), বাংলা সিনেমার ট্র্যাজিক নায়িকা। তাঁর মতো রূপসী এবং প্রতিভাবান অভিনেত্রী খুব কমই পেয়েছে ইন্ডাস্ট্রি। তাঁর স্ক্রিন প্রেজেন্স, সংলাপ বলার ধরণ সবকিছুই চিরতরে দাগ কেটে দিয়েছে দর্শকদের মনে। কিন্তু অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ বেশিদিন পাননি তিনি। অত্যন্ত কম বয়সে ছোট্ট ছেলেকে ফেলে রেখে ইহকালের মায়া কাটিয়ে চলে যেতে হয় মহুয়াকে।

মহুয়া রায়চৌধুরীর মৃত্যুর ঘটনা আজো রহস্য হয়ে রয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। সেই সময়ে এবং পরবর্তীকালে, এমনকি আজো ইন্ডাস্ট্রির অভ্যন্তরেই অনেকে প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর মৃত্যু নিয়ে। এই তালিকায় রয়েছেন প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ও (Biplab Chatterjee)। তাঁর প্রশ্ন, মহুয়া রায়চৌধুরীর মৃত্যু কি আদৌ স্বাভাবিক ছিল?

Biplab 1

কিছুদিন আগেই ‘আমি বিপ্লব’ নামে নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা। সেখানেই মহুয়া রায়চৌধুরীকে নিয়ে কিছু কথা লিখেছেন তিনি। বিপ্লব চট্টোপাধ্যায় লিখেছেন, তিনি যতবার অভিনেত্রীর বাড়িতে গিয়েছেন প্রতিবার দেখেছেন তাঁর স্বামী তিলক চক্রবর্তী তাঁকে ঠেস দিয়ে কথা বলতেন। পালটা উত্তর দিতেন মহুয়াও। দুজনের মধ্যে বিশেষ সুসম্পর্ক রয়েছে বলে কখনোই মনে হয়নি বিপ্লব চট্টোপাধ্যায়ের।

তিনি আরো লিখেছেন, ধীরে ধীরে বেপরোয়া জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়ছিলেন মহুয়া রায়চৌধুরী। ভেঙে পড়ছিলেন তিনি। এসব দেখে কষ্ট পেতেন বিপ্লবও। তারপর আসে সেই দুঃস্বপ্নের দিন। ১৯৮৫ সালের ২২ জুলাই অগ্নিদগ্ধ হয়ে মাত্র ২৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহুয়া রায়চৌধুরী।

শোনা গিয়েছিল, কেরোসিন স্টোভ ফেটে দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু সে সময়ে বহু সংবাদপত্রে এ নিয়ে লেখালেখি হয়েছিল। ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল যা নিজের আত্মজীবনীতে উল্লেখ করেছেন প্রবীণ অভিনেতা। তিনি লিখেছেন, তিনি শুনেছিলেন যে মহুয়া রায়চৌধুরীর মৃত্যুকালীন জবানবন্দি নিতে হাসপাতালে গিয়েছিল পুলিস। কিন্তু কোনো বয়ান দিতেই চাননি তিনি।

বিপ্লবের প্রশ্ন, খুব কাছের কেউ কি তাঁকে কোনো রকম ভয় দেখিয়েছিল? নয়তো মুখ খুললেন না কেন মহুয়া? কীসের ভয় দেখানো হয়েছিল? এই প্রশ্নগুলো এখনো ঘুরপাক খায় তাঁর মনে। কিন্তু উত্তর পাওয়ার আর কোনো রাস্তাই নেই। রহস্য নিজের সঙ্গে নিয়েই চলে গিয়েছেন মহুয়া রায়চৌধুরী।


Niranjana Nag

সম্পর্কিত খবর