ইন্ডাস্ট্রিতে বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেশি, অনেক কাজ কেড়ে নেওয়া হয়েছিল! বিষ্ফোরক বিপ্লব চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা খলনায়কদের মধ্যে একজন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। প্রথম সারির পরিচালক থেকে অভিনেতা সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। ইন্ডাস্ট্রির এই সিনিয়র অভিনেতা কিন্তু বেশ স্পষ্টবাদীও। রাজনৈতিক থেকে সামাজিক সমস্ত বিষয়েই নিজস্ব মতামত দিয়ে থাকেন তিনি। এবার ইন্ডাস্ট্রিতে নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী ‘আমি বিপ্লব’। বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুভাশিস মুখোপাধ্যায় সহ ইন্ডাস্ট্রির অনেকেই। সেখানেই নিজের অভিনয় জীবনে কিছু তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন প্রবীণ অভিনেতা। তিনি জানান, ষড়যন্ত্র করে তাঁকে অনেক ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।

Biplab 1

বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করেছেন তিনি। কিন্তু সেই অর্থে বন্ধু পাননি। ইন্ডাস্ট্রিতে বন্ধুর থেকে শত্রুর সংখ্যাই তাঁর বেশি। অনেক কাজ তিনি করেছেন ঠিকই। কিন্তু অনেক কাজ তাঁর হাতছাড়াও হয়ে গিয়েছে। বা বলা ভাল, পেছন থেকে কলকাঠি নেড়ে কেড়ে নেওয়া হয়েছে। বিপ্লব চট্টোপাধ্যায় অভিযোগ করেন, অনেকেই শত্রুতা করে তাঁর কাছ থেকে কাজ কেড়ে নিয়েছেন।

স্পষ্ট কথা বলতে কখনোই পিছপা হন না অভিনেতা। তেমনি তাঁর মন্তব্য নিয়ে বিতর্কও বাঁধে অনেক সময়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপ্লব চট্টোপাধ্যায় বলেছিলেন, এখনকার ছবি, সিরিয়ালের খলনায়ক আর তাঁদের সময়কার খলনায়কদের মধ্যে আকাশ পাতাল ফারাক। এখন আকাশে উড়ে উড়ে মারপিট হয়। সেই সঙ্গে তিনি এও বলেছিলেন, এখনকার সময়ে রাজনৈতিক নেতারাই আসল ভিলেন।

বিপ্লব চট্টোপাধ্যায় জানান, আগে রাস্তায় তাঁকে দেখলে বাবা মায়েরা বাচ্চাদের ভয় দেখাতেন, ‘ওই যে দুষ্টু লোকটা যাচ্ছে। তোমাকে ধরে নিয়ে যাবে’। বাচ্চাদের ভালবাসেন তিনি। তাই এমন করে বললে খুব কষ্ট পেতেন। একবার একটি বাচ্চার মাকেও বলেও দিয়েছিলেন, এভাবে কেন বলছেন?

তবে বড়রা তাঁকে নিয়ে আলোচনা করলে রাগ করতেন না তিনি। বিপ্লব চট্টোপাধ্যায়ের কথায়, পর্দায় তিনি যে নোংরা চরিত্রগুলিতে অভিনয় করতেন, সেগুলোর অনুপ্রেরণা পেতেন বাস্তবের বদমাশ মানুষগুলোকে দেখেই। তাঁর অভিনীত চরিত্রগুলোর থেকেও এই মানুষগুলো বেশি নোংরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর