টাইমলাইনবিনোদন

কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে লেপ-বালিশের মধ্যে, রাজনৈতিক নেতারাই এখন আসল ভিলেন: বিপ্লব চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক: সিনেমার মূল আকর্ষণ নায়ক নায়িকা। অভিনয়ে কেউ পা রাখলে মূলত নায়ক নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই আসেন। কিন্তু খলনায়কও (Villain) যে কখনো নায়কের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারে তা দেখিয়ে দিয়েছিলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করেছিলেন তিনি। খলনায়ক মানেই বিপ্লব চট্টোপাধ্যায়, এমনি ছিল তাঁর জনপ্রিয়তা। কাজ করেছেন কিংবদন্তি সত্যজিৎ রায়ের ছবিতেও।

crockex

পর্দায় তাঁর অভিনয় এতটাই বাস্তব দেখাত যে ক্যামেরার বাইরেও বহুবার বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপ্লব চট্টোপাধ্যায় জানান, রাস্তায় তাঁকে দেখলে বাবা মায়েরা বাচ্চাদের ভয় দেখাতেন, ‘ওই যে দুষ্টু লোকটা যাচ্ছে। তোমাকে ধরে নিয়ে যাবে’।

বিপ্লব চট্টোপাধ্যায়,ভিলেন,রাজনৈতিক নেতা,অভিনেতা,biplab chatterjee,villain,political leaders

প্রবীণ অভিনেতা জানান, তিনি বাচ্চাদের ভালবাসেন। তাই এমন করে বললে খুব কষ্ট পেতেন। একবার একটি বাচ্চার মাকেও বলেও দিয়েছিলেন, এভাবে কেন বলছেন? তবে বড়রা তাঁকে নিয়ে আলোচনা করলে রাগ করতেন না তিনি। বিপ্লব চট্টোপাধ্যায়ের কথায়, পর্দায় তিনি যে নোংরা চরিত্রগুলিতে অভিনয় করতেন, সেগুলোর অনুপ্রেরণা পেতেন বাস্তবের বদমাশ মানুষগুলোকে দেখেই। তাঁর অভিনীত চরিত্রগুলোর থেকেও এই মানুষগুলো বেশি নোংরা।

তবে বিপ্লব চট্টোপাধ্যায় জানান, তাঁর সময়কার থেকে এখনকার গল্প আর খলনায়করা এখন অনেক আলাদা। অভিনেতার কটাক্ষ, এখন তো আকাশে উড়ে উড়ে মারপিট হচ্ছে, যেটা হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। তাদের সময়ে পরিবারের সদস্যদের মধ্যেই ভিলেন লুকিয়ে থাকত। এখন সময় বদলেছে।

বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, এখনকার দিনে সমস্ত রাজনৈতিক নেতাই ভিলেন। তাঁরাই দেশটাকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে বালিশ, লেপের খোলসের মধ্যে। তাঁরাই আসল ভিলেন বলে মন্তব্য করেন অভিনেতা।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker