মা ত্রিপুরেশ্বরীর ভূমিতে কারো ষড়যন্ত্র সফল হতে দেব না, অভিষেককে হুঁশিয়ারি বিপ্লব দেবের

বাংলাহান্ট ডেস্কঃ ২৪-র লোকসভা জয়ের লক্ষ্যে ত্রিপুরায় নিজের জমি শক্ত করতে চাইছে তৃণমূল শিবির। কিন্তু এই বিষয়কে যে একদমই ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb), তা বুঝিয়ে দিলেন নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে।

বর্তমান সময়ে সরগম রয়েছে ত্রিপুরা। সেখানে গিয়ে তৃণমূলের যুবনেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যার প্রতিবাদে রবিবার সকাল সকাল সেখানে উপস্থিত হয়, তৃণমূল নেতৃত্বরা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee)। তবে এবিষয়ে প্রথমে কোন প্রতিক্রিয়া না দিলেও, পরবর্তীতে নাম না করেই অভিষেককে আক্রমণ করে ট্যুইট করেন বিপ্লব দেব।

স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কর্মসূত্রে দীর্ঘ দিন পরিবার থেকে দূরে থাকার বিষয়টি, এ রাজ্যের মানুষের ভালোবাসায় কখনো অনুভব হয়নি। কাজের মাঝেই বিভিন্ন জনপদে কেটেছে রাত। কোথায় খাবারের ব্যবস্থা হবে, তাও কখনো ভাবায়নি। রাজ্যের গুরু দায়িত্ব পালনে প্রতিনিয়ত কাজ করার শক্তি যোগায় ত্রিপুরাবাসির আশীর্বাদ’।

তিনি আরও বলেন, ‘সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত নিবিড় জনসংযোগের মাধ্যমে, সর্বাঙ্গীন উন্নয়ন সাধনই আমাদের অন্যতম লক্ষ্য। আজ জিরানীয়া মহকুমার, দাস পাড়া এলাকার অমল দাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করি। তাদের অতিথিয়তায়, আপ্যায়নে আমি আপ্লুত’।

ত্রিপুরায় দাঁড়িয়ে বিল্পব দেবকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেছিলেন, ‘আর মাত্র ১৭-১৮ মাস, বিপ্লবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। দেড় বছর কঠোর পরিশ্রমের ফলে বিজেপিকে উৎখাত করে ছাড়ব। তৃণমূল খুব ভালো করেই জানে, বিজেপিকে কিভাবে সরাতে হবে’।

অভিষেকের এই কথার পাল্টা জবাব দিয়ে এদিন ট্যুইটে বিপ্লব দেব লেখেন, ‘ত্রিপুরার উন্নয়নের গতিকে রুখে দিতে সক্রিয় একটা অংশ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাজ্যে ষড়যন্ত্র করছে। কিন্তু ত্রিপুরার সচেতন নাগরিকগন, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোন ধরনের ষড়যন্ত্র স্বার্থক হতে দেবেন না’।

Smita Hari

সম্পর্কিত খবর