উপনির্বাচনের আগে শান্তিপুরে বড় ঝটকা বিজেপিতে, দল ছাড়লেন সভাপতি

বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুরে উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিনই বড় ধাক্কা পেল বিজেপি (bjp) শিবির। দল ছাড়লেন নদিয়ার শান্তিপুরের শহর বিজেপির সভাপতি বিপ্লব কর (biplab kar)। কর্মীদের প্রতি দলের সাংসদ জগন্নাথ সরকারের অবহেলাকে দায়ী করেই, দল ছাড়লেন তিনি।

শান্তিপুর (Santipur) উপনির্বাচনের বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র ব্রজকিশোর গোস্বামীকে গতকালই তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। আর তারমধ্যেই বিজেপি ছাড়লেন শান্তিপুর টাউন বিজেপি সভাপতি বিপ্লব কর। এমনকি নিজের ইস্তফাপত্র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার অশোক চক্রবর্তীর কাছে পাঠিয়েও দিয়েছেন তিনি।

bcbcbj

তাঁর বিরুদ্ধে অভিযোগ তুললেও, বিপ্লব করের দল ছাড়ার প্রসঙ্গে জগন্নাথ সরকার বলেন, ‘বিজেপি একটি শৃঙ্খলাপরায়ণ দল। এই দলে সকলে শৃঙ্খলার মধ্যে দিয়েই চলে। আমাদের দলে রাজ্য সভাপতির পদেও কোন একজন ৫ বছর থাকতে পারেন না। তাই কেউ যদি মনে করেন তিনি সারা জীবন সভাপতি হয়েই থেকে যাবেন, সেটা তো আর সম্ভব নয়’।

প্রসঙ্গত, নিজের ইস্তফা দেওয়ার কারণ হিসেবে জনপ্রতিনিধি হয়েও সাংসদ জগন্নাথ সরকারের ঠিক মত কাজ না করাকেই দায়ী করেছেন বিপ্লব কর। অশোক চক্রবর্তীকে দেওয়া ইস্তফা পত্রে তিনি লিখেছেন, ‘দলীয় কর্মীদের সম্মান দেন না সাংসদ জগন্নাথ সরকার। তিন বছর ধরে সাংসদ থাকার পরও তিনি কোন কাজই করেননি। মানুষের কথা না ভেবেই ইচ্ছেমত পদ ছেড়েছেন। তাই এমন মানুষ যে দলে রয়েছেন, সেই দলে থাকা আমার পক্ষে সম্ভব নয়’।

BJP leader resigns

তবে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অশোক চক্রবর্তী জানিয়েছেন, ‘ইস্তফা পত্র এখনও গ্রহণ করা হয়নি। দলীয় স্তরে আলোচনা করে দেখা হবে’।

Smita Hari

সম্পর্কিত খবর