বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তৃণমূলের (tmc) ঘর যেন আরও বেশি করে ফুলে ফেঁপে উঠেছে। দিকে দিকে মানুষজন দলে দলে এসে যোগ দিচ্ছেন তৃণমূলে। তেমনই একটি যোগদান সভা চলছিল দক্ষিণ দিনাজপুরের (south dinajpur) তপনে। আর সেখানেই ঘটে যায় এক দুর্ঘটনা।
শুক্রবার দক্ষিণ দিনাজপুরের তপনে তৃণমূলের পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র (biplop mitra) সহ আরও বিশিষ্ট তৃণমূলে নেতৃত্ব। এই মঞ্চেই যোগদান শেষেই ঘটে যায় এক বিপত্তি। মঞ্চ ভেঙে পড়ে যান মন্ত্রী বিপ্লব মিত্র।
Stage Collapsed: হুড়মুড়িয়ে ভাঙল যোগদান মঞ্চ, জখম মন্ত্রী বিপ্লব মিত্র#TMCinBengal #StageCollapsed #ZEE24Ghanta pic.twitter.com/xjvNvROoiR
— zee24ghanta (@Zee24Ghanta) November 26, 2021
এদিন বামনেতা আনিসুর রহমান-সহ আরএসপি, সিপিএম, কংগ্রেসের অন্তত ১২ হাজার কর্মী-সমর্থক যোগ দেন তৃণমূলে। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। যোগদান সম্পন্ন হয়ে গেলে সাংবাদিকদের মুখোমুখী হন মন্ত্রী বিপ্লব মিত্র। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। পড়ে যান মন্ত্রীও।
তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুরুতর আঘাত না লাগলেও, মন্ত্রীর ডান পায়ে সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা চলছে।
বর্তমান সময়কার ঠিক উলটো চিত্র দেখা গিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে। সেই সময় দলে দলে বিভিন্ন নেতৃত্বরা নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে। তা সে তৃণমূল ছেড়েই হোক কিংবা অন্য দল। তখন যেন বলবদলের একটা হিড়িক শুরু হয়েছিল। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই, উলটো হাওয়া বইতে শুরু করে বঙ্গে। গেরুয়া শিবিরে ভাঙ্গম ধরিয়ে দলে দলে ফিরে আসে তৃণমূলে। এদিন সেরকমই একটি যোগদান মেলার আয়োজন করেছিল মমতা বাহিনী।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার