নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলী। তিনি বলেন সিএএ আইনে যাই লেখা থাকুক না কেন ভারতীয়রা যেন উপযুক্ত নাগরিক পরিচয়পত্র নিজেদের সংগ্রহে রাখেন। তিনি উল্লেখ করেন নয়া নাগরিকত্ব আইনে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সী এবং খ্রিস্টান এই ৬য়টি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকে ৬ বছর বসবাসের পর ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যেটা আগে ছিল ১২ বছর। তিনি দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন।
ভারত শ্রীলঙ্কা ম্যাচের আগে ভারতীয় দল উপস্থিত হয়েছে গুয়াহাটিতে। এদিন সাক্ষাৎকারে তাঁর এনআরসি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেছেন “কোনও বিষয়েই তিনি না জেনে মন্তব্য করে কোনও বিতর্কে জড়িয়ে পড়তে চান না। কারণ আপনি একটি কথা বলতে পারেন এবং তারপরে অন্য কেউ সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন।” এর আগে কোহলী র মন্তব্যকে কেন্দ্র করে বহুবার বিতর্ক হওয়াতেই কোহলী র এই সাবধানতা বলে মনে করছে বিশিষ্ট মহল ।
টেস্ট ম্যাচের আগে সব কিছু খতিয়ে দেখে জানিয়েছেন নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তিনি খুশি এবং শহরটি একেবারে নিরাপদ বলেই তাঁর মনে হয়েছে। সম্প্রতি কিছুদিন আগেই গুয়াহাটিতে সিএএ নিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিরাট। তিনি এদিন বলেন হোটেলে ঢোকার আগে রাস্তায় কোনও সমস্যা চোখে পড়েনি।কোহলী ম্যাচ নিয়ে আশাবাদী। তিনি বলেছেন আইপিএল শুরুর আগে এই টেস্ট ম্যাচ তাদের কাছে গুরুত্বপূর্ণ।
দলগুলির জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এসিএ সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ম্যাচের জন্য গোটা এলাকায় যথেষ্ট নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ম্যাচের দিন দর্শকদের রুমাল এবং তোয়ালে নিয়ে ঢুকতে দেওয়া হবে না কারণ সিএএর বিরুদ্ধে প্রতিবাদের জন্য ঐতিহ্যবাহী অসমিয়া স্কার্ফ ব্যবহার করা হয়েছিল।