বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি অনুব্রত গড় বীরভূম থেকে খোঁজ মিলেছে কোটিপতি কনস্টেবলের (Constable)। দুর্নীতি তথা আয় বর্হিভূত সম্পত্তির (Huge Asset’s) অভিযোগে কনস্টেবল মনোজিৎ বাগীশেকে গত ১৬ তারিখ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা গ্রেফতার করেন।
তবে গ্রেফতার হওয়া কনস্টেবলের পাশাপাশি উঠে আসছে আরেক চরিত্র। যিনি হলেন এই পুলিশ কনস্টেবলের বান্ধবী! তার খোঁজ পেতেই মরিয়া রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার (ACB) গোয়েন্দারা। কনস্টেবলের চাকরি করে কী পরিমাণ বেতন পাওয়া যায় সেই ধারণা মোটামুটি সকলেরই রয়েছে। তবে এই কনস্টেবলের সম্পত্তির খতিয়ান দেখে ভিরমি খাচ্ছেন খোদ পুলিশকর্মীরাই।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বাগীশের কোটি টাকার উপর অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। ওই পুলিশকর্মী গাড়ি কিনে উপহার দিয়েছেন তারই এক বান্ধবী বুলা কর্মকারকে। সূত্রের খবর, মনোজিৎ নিজের বান্ধবীকে ১১ লাখ ৭৫ হাজার টাকা দামের গাড়ি উপহার হিসেবে দিয়েছেন। বান্ধবীর খোঁজ চললেও আপাতত কোনও সুরাহা করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: পুজোর আগেই লটারি! DA নিয়ে বিরাট সুখবর দিল সরকার, এবার বাড়তে পারে আরও ৪ শতাংশ
স্থানীয় সূত্রে দাবি, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে আচমকাই মনোজিতের সম্পত্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ লাখ টাকার জীবন বিমান রয়েছে তার। রয়েছে ১২টি ফিক্সড ডিপোজিট। সবমিলিয়ে যার মূল্য প্রায় ৭৬ লাখ টাকা। বারুইপুরে নিজের জন্মস্থানে রয়েছে পেল্লায় বাড়ি। এছাড়াও সামান্য কনস্টেবলের চাকরি করা মনোজিতের নামে একাধিক জমি, বাড়ি ও ফ্ল্যাট থাকতে পারে বলে অনুমান পুলিশের। এই সম্পত্তি, টাকার মূল উৎস কী তাই খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ঐতিহাসিক সিদ্ধান্ত! মাধ্যমিক পরীক্ষার্থী পিছু অনুদান ঘোষণা পর্ষদের, কত করে দেওয়া হবে?
বান্ধবী বুলাকে শুধু গাড়িই নয় লক্ষ লক্ষ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢালা হয়েছে বলেও দাবি গোয়েন্দারাদের। আপাতত বুলা ও মনোজিৎকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন গোয়েন্দারা। তবে বিভিন্ন সূত্র ধরে বান্ধবীর যে ঠিকানা পুলিশ পায় সেখানে গিয়ে দেখেন বুলা সেখানে থাকেন না। অন্যদিকে জিজ্ঞাসাবাদে মনোজিৎ জানায় তার বুলার সঙ্গে বর্তমানে কোনও যোগাযোগ নেই। তাই এই পরিস্থিতিতে বুলার ফোন নম্বর খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।