বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েতের আগে বড় ভাঙন গেরুয়া শিবিরে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বীরভূম (Birbhum) সফরের রেশ কাটতে না কাটতেই দল ছাড়লেন বিজেপির (BJP) এক গ্রাম পঞ্চায়েতের উপ- প্রধান। শাহী সফরের চার দিনের মধ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করলেন তিনি। যেখানে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া সকল দল সেখানে উপ- প্রধানের দলত্যাগের ঘটনায় অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
“নামমাত্র পার্টিতে থাকা। এর চেয়ে না থাকা অনেক ভালো। তাই বিজেপি থেকে বিদায় নিলাম।” এদিন সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনই পোস্ট করে দল ছাড়লেন বীরভুমের ময়ুরেশ্বর বিধানসভার মল্লারপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। জানা গিয়েছে ওই পঞ্চায়েতের উপপ্রধানের নাম সমীর লোহার। উপপ্রধানের ফেসবুকে করা পোস্ট থেকে তার দলের বিরুদ্ধে ক্ষোভ একেবারেই স্পষ্ট।
জানা গিয়েছে দলত্যাগী উপপ্রধান সমীর লোহার ২০১১ সাল থেকে বিজেপিতে যুক্ত ছিলেন। প্রায় ১২ বছর বিজেপি করলেও দল তাকে গুরুত্ব দিত না বলেই অভিযোগ। এই বিষয়ে বারংবার দলকে জানিয়েছেন তিনি। তবে তাতেও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে দলের নেতাদের প্রতি রাগ-ক্ষোভ দেখিয়ে দলত্যাগ করলেন সমীরবাবু।
গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। পাশাপাশি দলের নেতাদের প্ৰতিও নিজের জমে থাকা ক্ষোভ উগরে দেন নেতা। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে যেখানে একদিনের জন্য বাংলায় এসেই বীরভূমে মেগা সভা করেছেন শাহ, তাতে কারও বুঝতে বাকি নেই যে আসন্ন পঞ্চায়েত ভোটে পাখির চোখ অনুব্রতহীন বীরভূম। এরই মাঝে উপপ্রধানের দলত্যাগের কথা সামনে আসায় শুরু হয়েছে জোর চৰ্চা।