বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যে বাংলার বুকে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার শোকে বীরভূমের (Birbhum) ভাদুলিয়ার কয়লাখনিতে বিস্ফোরণ (Birbhum Coal Mine Blast) ঘটে। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামের এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত জন শ্রমিকের। আহত আরও অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি বেশ কিছু জন আটকে রয়েছে। তাদের উদ্ধার করার কাজ চলছে।
কিভাবে বিস্ফোরণ?
সূত্রের খবর, সোমবার ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় সাত জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাদের দেহ রীতিমতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন শ্রমিক। তাদের চিকিৎসা চলছে। কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে যে বিস্ফোরণ ঘটানো হয়, সে সময়েই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে অনুমান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের (Birbhum) কয়লাখনিতে বিস্ফোরণ ঘটানোর অন্য দিন যে পরিমাণ বিস্ফোরক দু’টি ট্রাকে আনা হয়, তা এদিন সকালে একটি ট্রাকে করেই নিয়ে আসা হয়। ফলে ওভারলোডিং হওয়ায় বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কিছু পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: পোশাক দেওয়ার নামে সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার পার্ক স্ট্রিট থানার এসআই
ভয়াবহ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে ঘটনার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান জিএমপিএল-এর আধিকারিক সহ সংস্থার উপর তলার কর্মীরা। ঠিক কি কারণে বিস্ফোরণ সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।