বিয়ের পরেও একাধিক পরকীয়ায় লিপ্ত স্বামী! অভিমানে আত্মঘাতী বীরভূমের মহিলা তৃণমূল কর্মী

বাংলা হান্ট ডেস্কঃ আইনি বিয়ের পরও সম্পর্ক অস্বীকার, একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক! অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মহিলা তৃণমূল কর্মী (TMC Worker)। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) দুবরাজপুরে। আত্মঘাতী মহিলা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কর্মী তথা জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঠিক কী ঘটেছিল? মৃত কর্মীর নাম সোহিনী সূত্রধর। জানা গিয়েছে তিঁনি বীরভূমের দুবরাজপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালবাজারের বাসিন্দা। রবিবার দুপুরে বাড়িতেই ছিলেন সোহিনী। হঠাৎ তাঁর সাড়া না পেয়ে দোতলায় গিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। তড়িঘড়ি দেহ উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনায়, অভিনিবেশ রায় নামক এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সোহিনীর পরিবারের লোকেরা। তাঁদের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। আইনি বিয়েও হয়েছে তাঁদের। তবে সম্প্রতি অভিনিবেশের সঙ্গে একাধিক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে খবর পাওয়া যায়। এরপর থেকেই সোহিনীর সাথে সম্পর্ক অস্বীকার করতে থাকেন ওই যুবক। এর জেরেই আত্মহত্যার পথ বেছে নেয় সোহিনী।

suicide

সোহিনীর বাবা জানান, “রবিবার দুপুরে মেয়ে দোতলার ঘরে ঘুমোচ্ছিল। কিন্তু হঠাৎ করে তাঁর এক বান্ধবী বাড়ি আসে। আমার কাছে সোহিনীর খোঁজ নেয়। দেখা করতে চায়। প্রথমে বলি ও ঘুমোচ্ছে। জোর করায় আমরা দোতলায় যাই। দেখি দরজা বন্ধ। ডাকাডাকি শুরু হয়। তারপর দরজা ভেঙে দেখি ও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।” এদিন মৃতার দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি অভিযুক্তর শাস্তির দাবি তুলে সরব হয়েছেন সোহিনীর পরিবারের সদস্যরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর