সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ– তোলাবাজির জেরে উত্তপ্ত বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত গোপালপুর গ্রাম। ভেঙে দেওয়া হয় আবাসন প্রকল্পের অফিস ও লুটপাট করা হয় প্রকল্পের যাবতীয় জিনিস।এমনকি ওই প্রকল্পের নিরাপত্তারক্ষীকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায় মহিদাপুর থেকে আগত একদল দুস্কৃতি।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, গোপালপুর গ্রাম সংলগ্ন এক ব্যবসায়ী প্রায় পাঁচ বিঘা জায়গা নিয়ে একটি আবাসন প্রকল্পের কাজ শুরু করেছিলেন। অভিযোগ,আবাসন প্রকল্পের কাজ শুরু করার জন্য ওই প্রকল্পের মালিকের কাছে গোপালপুর গ্রাম থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মহিদাপুর এলাকা থেকে একদল দুষ্কৃতী প্রায় এসেই তোলা আদায় করার জন্য চাপ দিতে থাকে। সেই টাকা দিতে ওই প্রকল্পের মালিক অস্বীকার করলে তাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে ওই দুস্কৃতি দল। এই ঘটনার জেরেই গতকাল গভীর রাতে আবাসন প্রকল্পে হামলা চালায় দুস্কৃতিরা।
ছবিঃ- ফাইল চিত্র।
প্রকল্পের মালিক জানান, ‘আমাকে একদল দুস্কৃতি বেশ কিছুদিন ধরেই আমার কাছ থেকে তোলা নেওয়ার জন্য চাপ দিতে থাকে। আমি সেটা দিতে অস্বীকার করলে গতকাল গভীর রাতে আমার আবাসনের যাবতীয় নির্মাণ সামগ্রী ও অফিস ঘরে ভাঙচুর চালায়। ভেঙ্গে দেয় আবাসনের পাঁচিল ও অফিস ঘরের বিভিন্ন অংশ সামগ্রী। বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ সংযোগ। এই ভাঙচুর চলাকালীন যখন আমার নিরাপত্তারক্ষীরা বাধা দিতে আসে তখন তাদেরকেও বেধড়ক মারধর করা হয় এমনকি ধারালো অস্ত্র দিয়ে কোপোও মারা হয়।’
যদিও কর্তৃপক্ষ ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ আধিকারিকেরা।