260 ভরি গয়না দিয়েই মা কালীকে ভরালেন বীরভূমের কেষ্ট, সঙ্গে দিলেন 21 এর লক্ষ্য

বাংলা হান্ট ডেস্ক :আজ দীপাবলি, আলোর উত্সবে মেতে উঠেছে গোটা বঙ্গ৷ বাদ যাচ্ছেন না নেতা মন্ত্রীরাও৷ এক দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো অন্য দিকে বীরভূমের অন্যতম দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে৷ প্রতি বছরই নিজের কোটি টাকার পার্টি অফিসে মহা ধুমধাম করে মা কালীর আরাধনা করেন বীরভূমের কেষ্ট কাকা৷ তবে এ বছর আরও জাঁকজমক করে কালী পুজো করছেন অনুব্রত মণ্ডল৷ তাই তো এবার মা কালীকে 260 ভোরি গয়না দিয়ে সাজিয়ে তুলেছেন তিনি৷ যেখানে গত বছর 180 ভরি গয়না দিয়েছিলেন কিন্তু এবারে আরও 80 ভরি গয়না সংযোজন করেছেন৷215358 kalianu7

তাই তো হাতের বালা থেকে চূড় বাজুবন্ধ নেকলেস সবটাই দিয়ে মাকে একেবারে সোনায় মুড়ে দিতে চেয়েছেন অনুব্রত মণ্ডল৷ কালীপুজোর আগের রাত অর্থাত্ ভূত চতুর্দশী থেকেই মা কালীকে সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডলের দলীয় সদস্যরা৷ জানা গিয়েছে কালীপুজোর দিন আরাধনার পাশাপাশি প্রতিমা দর্শনের জন্য সকলকে সুযোগ দেওয়া হবে৷ একই সঙ্গে এ দিন সর্বসাধারণের জন্য ভোগের ব্যবস্থাও করা হয়েছে৷ তবে এ বারের সোনার পরিমাণ বাড়ার কারণ কী?

এই প্রশ্নের উত্তরে বীরভূমের জেলা সভাপতি জানিয়েছেন মা যা চাইবে তাই পাবে তাই তিনি আশা করছেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে 225-230 টি আসন পাবে তৃণমূল৷ একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন তিনি মাকে যা চান তাই মা দেন মা কখনও তাঁর কথায় অবাধ করে না আর অবাধ্য হওয়ার উপায় নেই কারণ তিনি মায়ের কোনও অবাধ্য শুনবেন না৷ প্রতি বছর কালীপুজোর দিন উপোস রেখে রাত্রিবেলা মায়ের পুজোয় ব্যস্ত হয়ে পড়েন অনুব্রত মণ্ডল কিন্তু এ বছর তাঁর মা মারা গেছেন তাই উপোস রাখা চলবে না তবুও মা কালীর আরাধনায় কোনও রকম ত্রুটি রাখতে রাজি নন বীরভূমের কেষ্ট কাকা৷

 


সম্পর্কিত খবর