বীরভূমঃ লাগাতার ধর্ষণ করে বাবা, জেনেও চুপ মা! শেষে চূড়ান্ত সাহসিকতা দেখায় নাবালিকা মেয়ে

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে যেভাবে একের পর এক গণধর্ষণের মামলা উঠে আসছে, তা বর্তমানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাঁসখালি থেকে শুরু করে ইংরেজবাজার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নাবালিকাদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তাতে রাজ্যে নারী নিরাপত্তার বিষয়টি ক্রমশই তলানীতে গিয়ে ঠেকছে বলে মত বিশেষজ্ঞদের।

আর এবার সেই দুশ্চিন্তাকে আরো বাড়িয়ে বীরভূমের বুকে নিজের মেয়েকেই ধর্ষণের নৃশংস অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে। ঘটনার কেন্দ্রস্থল বীরভূমের খয়রাশোল এলাকার কাঁকরতলা থানা সংলগ্ন সাহাপুর গ্রাম।

এলাকার বুকে দুষ্কৃতী হিসেবে পরিচিত গিদান শেখ নামের ব্যক্তি তার মেয়েকে দীর্ঘ সময় ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। সূত্রের খবর, মাত্র 15 বছর বয়সী নাবালিকা প্রথমে ভয় পেলেও পরে সাহসিকতার সাথে তার মাকে সমস্ত ঘটনাটি জানায়। কিন্তু সব ঘটনা জেনেও নীরব থাকেন নির্যাতিতার মা। এরপর আর দেরি না করে সেই নাবালিকা স্থানীয় থানায় গিয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।

পুলিশ সুত্রে খবর, মেয়েটির কাছ থেকে অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে কাঁকরতলা থানার পুলিশ এবং এরপরেই গিদান শেখকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে দ্রুত দুবরাজপুর আদালতে তোলা হবে এবং এই নৃশংস অপরাধের জন্য অভিযুক্তকে যে কড়া শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে এদিন আশ্বস্ত করে পুলিশ প্রশাসন।

কিছুদিন পূর্বেই বীরভুমের বোলপুর এলাকায় প্রায় একই ঘটনার সাক্ষী থাকে এলাকাবাসী। সেখানে দেখা যায় যে, বন্ধুর কাছে ঋণের টাকা মেটাতে না পেরে নিজের মেয়েকে তাদের হাতে তুলে দেয় বাবা এবং এরপর অভিযুক্তদের দ্বারা সেই নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Sayan Das

সম্পর্কিত খবর