বাংলা হান্ট ডেস্কঃ সমাপ্ত হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023), বেরিয়ে গিয়েছে ফলাফলও। আর পাঁচটা জেলার চেয়ে এবার মানুষ একটু বেশিই মুখিয়ে ছিল অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূমের (Birbhum) ফলাফলের দিকে। প্রথম বার ‘বীরভূমের বাঘ’ না থাকাতে আদেও কী ভালো ফল করবে কেষ্ট গড়! এই নিয়ে সংশয় ছিল অনেকের। তবে ভোটের ফাইনাল রেজাল্ট হাতে আসতেই দেখা গেল বীরভূমে তুলনামূলকভাবে ভাল ফলই করল তৃণমূল। আর তাতেই বেজায় খুশি কেষ্ট মণ্ডল।
গরু পাচার মামলায় তিহাড় বন্দি থাকলেও অনুব্রতর মনে পড়ে ছিল বীরভূমে। আর সেজন্যই জেলে থেকেও নজর রেখেছিলেন পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। কেষ্টর আইনজীবী জানিয়েছেন, বীরভূমের নির্বাচনের দল ভাল ফল করায় আনন্দিত অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, দৃশ্যত সে আনন্দ ধরা পড়েছে অনুব্রতর চোখে মুখেও।
যদিও বীরভূমে যে শিকড় চালাতে শুরু করেছে বিজেপি (BJP)। এবারে বীরভূমে মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টি তে জয় পেয়েছে গেরুয়া শিবির। তবে সেই পরিসংখ্যান নিয়ে কোনও মাথাব্যথা নেই তৃণমূলের। অনুব্রতহীন বীরভূমে এই প্রথম পঞ্চায়েত নির্বাচন। আর তাতে তুলনামূলকভাবে ভাল ফলই করেছে শাসকদল।
অনুব্রতর আমলে ২০১৮ সালে যখন শেষবারের মতো পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন জেলা পরিষদের নিরঙ্কুশ কর্তৃত্ব নিয়েছিল তৃণমূল। এবারের অনুব্রত এবার তিহাড়ে থাকতেও অবশ্য তার ব্যতিক্রম হয়নি। বীরভূমের নির্বাচন নিয়ে নানা মহলে সংশয় থাকলেও যদিও বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের ময়দানে পায়ের তলার মাটি শক্ত করতে অনুব্রতর অনুপস্থিতিতেই তৈরি করেছিলেন কোর কমিটি। আর তৃণমূল সুপ্রিমোর একের পর এক স্ট্রাটেজি যে মোটামুটি ভালোই কাজ করে গিয়েছে তা স্পষ্ট জানান দিচ্ছে ভোটের ফলাফল। আর সেই রেসাল্ট দেখেই খুশিতে আত্মহারা জেলবন্দি অনুব্রত। প্রসঙ্গত, বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে গরু পাচার মামলার শুনানিতে সমস্ত অভিযুক্তদের ১৮ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৮ জুলাই অনুব্রতর জামিনের মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে।