অনুব্রত গড়ে তৃণমূলের দাঁত ভেঙে দিল BJP, চমকে দেওয়ার মতো ফল গেরুয়া শিবিরের

বাংলা হান্ট ডেস্কঃ হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023), বেরিয়ে গিয়েছে ফলাফলও। একদিকে যখন গোটা রাজ্যের অধিকাংশ জায়গায় তৃণমূলের (Trinamool Congress) জয়জয়কার অন্যদিকে দলের গলায় কাঁটা হয়ে বিঁধছে অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূম (Birbhum)।
বীরভূমে শিকড় চালাতে শুরু করেছে বিজেপি (BJP)। ফলাফলের প্রাথমিক সময় থেকে এই ধারণা ছিলই। তবে ধীরে ধীরে তা আরও জোড়ালো হয়।

ভোটের ফাইনাল রেজাল্ট হাতে আসতেই ভিরমি খাওয়ার জোগাড়। যেখানে বীরভূমে এতদিন চলত অনুব্রতর দাপট, একটি আসনও ঝুলিতে ভরতে পারতো না বিরোধীরা, সেখানে এবারে বীরভূমে মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টি তে মাথা উঁচিয়ে জয় পেয়েছে গেরুয়া শিবির

তবে কী তৃণমূলের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে অনুব্রতর অনুপস্থিতি? কারণ কেষ্ট গ্রেফতার হওয়ার পর তার জেলায় এই প্রথম পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনে শাসকদলকে বড় ধাক্কা দিল বিজেপি। বাম কংগ্রেস জোটের পর এবার ৭টি পঞ্চায়েত দখল করল বিজেপি। তৃণমূল জয় পেয়েছে ১৩৯টি পঞ্চায়েতে।

বীরভূম মহম্মদবাজার ব্লকের রামপুর ও কাপিস্টা পঞ্চায়েতে জয়ী বিজেপি। আট আসন বিশিষ্ট রামপুর পঞ্চায়েতে ৭টি আসন পেয়ে গেরুয়া শিবির। তৃণমূল জয় পেয়েছে মাত্র ১ টি আসনে। অন্যদিকে খয়রাশোল ব্লকের ১৪ আসন বিশিষ্ট লোকপুর পঞ্চায়েতে ৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। নির্দল পেয়েছে ২টি আসন, তৃণমূল পেয়েছে ৫টি।

bjp flag

১০ আসন বিশিষ্ট কপিষ্টা পঞ্চায়েতে ৬টি আসন পেয়ে পঞ্চায়েত দখল করেছে বিজেপি। তৃণমূল পেয়েছে চারটি আসন। সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত ১৭ টি আসন বিশিষ্ট করিধ্যা পঞ্চায়েতে ৯টি আসনে জয়লাভ করে করিধ্যা পঞ্চায়েত দখল করেছে বিজেপি। আটটি আসন গেছে তৃণমূলের ঝুলিতে।

সাঁইথিয়ার ৮টি আসন বিশিষ্ট দেরিয়াপুর পঞ্চায়েতে ছটি আসনে জয়ী হয়ে পঞ্চায়েত গেছে বিজেপির দখলে। তৃণমূল জয়ী হয়েছে দুটি আসনে। রামপুরহাটের ১৩ টি আসন বিশিষ্ট কষ্টগড়া গ্রাম পঞ্চায়েতও গিয়েছে বিজেপির ঝুলিতে। বিজেপি পেয়েছে ৭টি, তৃণমূল ৩টি ও জোট ৩টি আসন। আর বিরোধীদের এই চমকে দেওয়া ফলাফলের পর যথেষ্টই অস্বস্তিতে শাসকদল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর