বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী হিসেবে অগুনতি মানুষের মন জয় করার পর রাজনীতির আঙিনায় পা রাখেন শতাব্দী রায় (Satabdi Roy)। বিগত প্রায় দেড় দশক ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি। চব্বিশের লোকসভা ভোটেও বীরভূম (Birbhum) থেকে তাঁকে দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল। তবে অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ায় এই আসনে জিততে শতাব্দীকে বেশ বেগ পেতে হবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। এসবের মাঝেই নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিলেন তৃণমূল প্রার্থী। তাতে নিজের এবং স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ানও দিয়েছেন অভিনেত্রী (Satabdi Roy Net Worth)।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুসারে, ২০২২-২৩ আর্থিক বছরে শতাব্দীর আয় ছিল ৮ লক্ষ ৩৮ হাজার ৪১০ টাকা। ওই একই বছরে তৃণমূল নেত্রীর স্বামী মৃগাঙ্কর আয়ের পরিমাণ ছিল ৩ লক্ষ ৫৯ হাজার টাকা। বীরভূমের তৃণমূল (TMC) প্রার্থী জানিয়েছেন, ৩১ মার্চের নিরিখে তাঁর হাতে ৬৫,০০০ টাকা ক্যাশ রয়েছে। অপরদিকে তাঁর স্বামীর কাছে ৩০,০০০ টাকা নগদ আছে।
শতাব্দী জানান, দিল্লির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্লামেন্ট ব্রাঞ্চ অ্যাকাউন্টে ১৩ লাখ ১০ হাজার ৯০০ টাকা আছে। অন্যদিকে শহর কলকাতা সাদার্ন অ্যাভিনিউয়ের ইন্ডিয়ান ব্যাঙ্কের ব্রাঞ্চে ৩৬ হাজার ৭৬৫ টাকা রয়েছে। ওই একই ব্যাঙ্কের আর একটি অ্যাকাউন্টে ১ লাখ ২৩ হাজার ১২৯.১৫ টাকা আছে। এছাড়াও আরও নানান ব্যাঙ্কের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা রয়েছে বীরভূমের বিদায়ী সাংসদের।
আরও পড়ুনঃ বারবার সমন পাঠালেও হাজিরা দিচ্ছেন না! শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ ED-র
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ডেও অর্থ বিনিয়োগ করেছেন শতাব্দী। তাঁর স্বামী মৃগাঙ্কও ফিক্সড ডিপোজিটে টাকা রেখেছেন। বীরভূমের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, একটি টেলিফিল্ম বানানোর জন্য কনক ভট্টাচার্যকে ১ কোটি ২০ লক্ষ টাকা অগ্রিম দিয়েছেন তিনি। অন্য একটি টেলিফিল্মের জন্য দিয়েছেন ২ লক্ষ টাকা। এছাড়া শতাব্দী এবং তাঁর স্বামীর লক্ষাধিক টাকার দু’টি বিলাসবহুল গাড়ি রয়েছে। দু’জনের নামে কয়েক লক্ষের সোনার গয়নাও রয়েছে। শতাব্দী এবং মৃগাঙ্ক কন্যার নামেও বেশ কিছু গয়না রয়েছে। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ লক্ষ ৯০ হাজার টাকা।
অস্থাবর সম্পত্তির পাশাপাশি শতাব্দীর কয়েক কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। প্রিন্স আনোয়ার শাহ, গড়িয়াহাট, শান্তিনিকেতনে ফ্ল্যাট রয়েছে তাঁর। অন্যদিকে তাঁর স্বামী মৃগাঙ্কর নিজের একটি এবং স্ত্রীয়ের সঙ্গে যৌথভাবে কেনা একটি ফ্ল্যাট আছে।
হলফনামা অনুযায়ী, বর্তমানে শতাব্দীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৩ লাখ ৭২ হাজার ৭৬৯.৯৫ টাকা। অন্যদিকে স্থাবর সম্পত্তি রয়েছে ৫ কোটি ৬০ লক্ষ ৭৫ হাজার টাকার। অভিনেত্রীর ঋণ রয়েছে ২ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৯২ টাকার। অন্যদিকে শতাব্দীর স্বামী মৃগাঙ্কর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৩ লাখ ৭ হাজার ৭৩১.৩৭ টাকা এবং স্থাবর সম্পত্তি ৭০ লাখ টাকা। আয়ের উৎস হিসেবে শতাব্দী উল্লেখ করেছেন, সাংসদ হিসেবে পাওয়া বেতন, জমানো টাকা থেকে প্রাপ্ত সুদ, অভিনয় এবং বিনিয়োগের কথা। অন্যদিকে মৃগাঙ্কর আয়ের উৎস হিসেবে জানিয়েছেন ব্যবসা, বিনিয়োগ ইত্যাদি।