পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল TMC নেতা! প্রেমিকা সমেত খুঁটিতে বেঁধে মার গ্রামবাসীদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের (Birbhum) ঘটনা! সেখানের ইলামবাজারের নানাসোল গ্রাম পঞ্চায়েতের খাদিমপুকুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতিকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখল গ্রামবাসীরা৷ বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) রাখার অভিযোগে শাসকদলের নেতার এই হাল।

পাশাপাশি ওই নেতার (TMC Leader) সঙ্গে সম্পর্কে থাকা মহিলাকেও বেঁধে রাখে গ্রামবাসীরা। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video)। জানা গিয়েছে, বীরভূমের ওই তৃণমূল নেতার নাম ডালিম শেখ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে ডালিম শেখ তার ওই মহিলা বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরোয়৷ সে সময়ই গ্রামবাসীরা ওই নেতাকে ধরে ফেলে। বেশ কিছুদিন ধরেই ডালিমের বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ উঠছিল। আর এদিন একেবারে হাতেনাতে নেতা ও তার বান্ধবীকে পাকড়াও করেন স্থানীয়রা।

বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে ওই তৃণমূল নেতাকে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা। পরে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে তাকে ও ওই মহিলাকে বেঁধে রাখা হয়৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ।

https://twitter.com/BanglaHunt/status/1664508133996384256

এরপর পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার জেরে শোরগোল শুরু হয় গোটা এলাকায়। ইতিমধ্যেই দল তরফে ওই তৃণমূল নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। এ নিয়ে ইলামবাজারের তৃণমূল নেতা শেখ দুলাল বলেন, “এ ধরনের লোককে আমরা দলে প্রশয় দিই না। উনাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X