উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে পাখির ধাক্কা! অল্পের জন্য রক্ষা পেলেন যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হেলিকপ্টার ওড়ানোর পর মুহুর্তেই জরুরি অবতরণ ঘটানো হলো। কিন্তু কেন? জানা গিয়েছে, এদিন সকালে হেলিকপ্টারে করে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেন যোগী আদিত্যনাথ। কিন্তু আচমকাই বারাণসীর কাছে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বাহনটির। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও পরবর্তীতে জরুরি অবতরণ করানো হয় বলে খবর।

সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রশাসনিক কাজের জন্য দুদিনের জেলা সফরে রওনা দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গতকাল বারাণসীতে থাকা থাকাকালীন আইনশৃঙ্খলা এবং এলাকার উন্নয়ন সহ একাধিক বিষয়ের ওপর নজর রাখেন তিনি। এরপর এদিন সকালে বারাণসী থেকে লখনউয়ের উদ্দেশ্যে ফেরার কথা ছিলো আদিত্যনাথের।  সেই উদ্দেশ্যে তিনি রওনা দেন, তবে ঠিক পর মূহূর্তে যে ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি যোগী আদিত্যনাথ।

সূত্রের খবর, টেক অফ করার সময় আচমকা একটি পাখি এসে ধাক্কা মারে চপারে এবং তৎক্ষনাৎ মুখ্যমন্ত্রী সহ বাহনের জরুরি অবতরণ ঘটান পাইলট। এই ঘটনায় হেলিকপ্টারটির পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এদিন বড়সড় দুর্ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকত না বলে মত বিশেষজ্ঞদের।

jpg 20220626 122444 0000

আপাতত বারাণসীতে সার্কিট হাউসেই রয়েছেন মুখ্যমন্ত্রী এবং ইতিমধ্যে তাঁর জন্য একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সেই বাহনে করেই গন্তব্যে রওনা দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


Sayan Das

সম্পর্কিত খবর