মন্দিরে প্রসাদে এবার থাকবে বিরিয়ানি!গেলেই মিলবে অবাধে

বাংলা হান্ট ডেস্ক : আপনি কি বিরিয়ানি প্রেমী?তাহলে আসছে সুখবর আপনার জন্য। দক্ষিণ ভারতের এক মন্দিরে চিকেন এবং মাটন বিরিয়ানিই হল একমাত্র প্রসাদ।

প্রসঙ্গত তামিলনাড়ুর বিখ্যাত মাদুরাই শহর থেকে ৪৫ কিলোমিটার ভেতরে ভেদাক্কাম্পতি গ্রামে তিরুমঙ্গলাম তালুকে অবস্থিত এই মন্দির। এটির নাম মুনিয়ান্ডি স্বামী মন্দির। ৮৩ বছর ধরে ঐতিহ্য মেনে বিরিয়ানি প্রসাদ হিসাবে বিলি হয়ে আসছে। স্থানীয়দের বিশ্বাস, মন্দিরের দেবতা অনেকটা আপনাদের মতোই বিরিয়ানি-প্রেমী ছিলেন।

জানা যাচ্ছে প্রত্যেক বছর জানুয়ারির ২৪ থেকে ২৬ তারিখ এই মন্দিরে এক বিশাল উৎসব হয়। সেখানে প্রধান ভোগ হিসেবে থাকে চিকেন এবং মাটন বিরিয়ানি।সেসময় মন্দিরে প্রায় দু’হাজার কেজি চাল,বিপুল পরিমাণ বিরিয়ানির জন্য।এই মন্দিরের মাহাত্ম্য বিপুল তা লোকেমুখে প্রচারিত।


সম্পর্কিত খবর