‘এই দুঃসময়েও রেঁধে পাত পেড়ে খাওয়ালো’, ত্রাণ নিয়ে যাওয়ার অভিজ্ঞতা জানালেন বিরসা-বিদীপ্তা

বাংলাহান্ট ডেস্ক: আমফান (amphqn) পরবর্তী দক্ষিণ চব্বিশ পরগণার ছাতরা, হিঙ্গলগঞ্জ, ছোট সাহেবখালি অঞ্চলে ত্রাণ (relief) পৌঁছে দিতে গিয়েছিলেন পরিচালক বিরসা দাশগুপ্ত (birsa dasgupta) ও অভিনেত্রী বিদীপ্তা দাশগুপ্ত (bidipta dasgupta)। আমফান কবলিত এলাকাগুলি পরিদর্শন করে সেখানকার মানুষদের হাতে খাবার, পানীয় জল, ওষুধ তুলে দেন তাঁরা। তবে সেইসব সর্বহারা মানুষদের কাছ থেকে বিনিময়ে যে আতিথেয়তা পান তান কল্পনাও করেননি বিরসা ও বিদীপ্তা।
তাঁদের এই যাত্রা, সেখানকার মানুষজনের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা ও ছবি শেয়ার করেছেন বিরসা। তিনি লিখেছেন, ‘অনেকেরই বাড়ি নেই। যার আছে তার ছাদ নেই বললেই চলে। গোটা গ্রামখানাই নোনা জলে ডুবে, তাই খাওয়ার জল ও নেই। ইলেকট্রিসিটি তো… থাক, ছেড়েই দিন সে কথা।’

IMG 20200602 144829
তিনি আরও লেখেন, ‘আমরা ওদের খাওয়ার জল, ওষুধ, জামাকাপড়, চাল ডাল দিলাম ঠিকই, তবে তাতে খুশি হয়ে ওরা আমাদের যা দিল তা অকল্পনীয়। আমাদের খিদে পেয়েছে বুঝতে পেরে এই দুঃসময়েও ওরা আমাদের রেঁধে পাত পেড়ে খাওয়ালো।’

IMG 20200602 144850
বিরসা জানান, ঝড়ে ভেসে আসা চিংড়ি দিয়ে বাগদা চিংড়ির কুমড়োর ছেঁচকি, পটল দিয়ে বাগদা চিংড়ি, দেশি মুরগির ঝাল আরও অনেক কিছু তাঁদের রেঁধে খাওয়ান তারা। ওখান থেকে অনেক কিছু শিখেছেন বলেও মন্তব‍্য করেন বিরসা।

https://www.instagram.com/p/CA0k8N5nusB/?igshid=19a6f5tgknjhu

এই পোস্টে উপচে পড়েছে নেটিজেনদের প্রশংসা। তাঁদের দুজনের এই উদ‍্যোগকে কুর্নিশ জানিয়েছে নেটজনতা। ২০ মে প্রবল ঘূর্ণীঝড় আমফান প্রত‍্যক্ষ করে রাজ‍্যবাসী। আমফানের দাপটে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে কলকাতা ও দুই চব্বিশ পরগণা। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরছাড়া, ধূলিসাৎ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কাঁচা বাড়ি।

Niranjana Nag

সম্পর্কিত খবর