বাংলা হান্ট ডেস্কঃ গত ১৫ নভেম্বর ছিল ভারতের বীর সংগ্রামী, সমাজ সংস্কারক ভগবান বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) জঙ্গলমহলের আদিবাসী উৎসবের মঞ্চ থেকে ভার্চুয়ালি কাঁকসার কুলডিহায় বিরসা মুন্ডার পূর্ণমূর্তির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক। সঙ্গে জেলাশাসক ও পুলিশ কমিশনারও। কিন্তু এর পরই ঘটল আজব ঘটনা। উদ্বোধনের পর দিনই বেদি থেকে গায়েব বিরসা মুন্ডার মূর্তি!
মূর্তি হাওয়া হওয়ার আজব এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছিল কাঁকসার (Kanksa) কুলডিহা এলাকায়। চলে খোঁজ-খবর। বহু খোঁজাখুঁজির পর মিলল সেই মূর্তি! তবে স্থানীয় পঞ্চায়েত দফতরে। অযত্নে, ধুলো-বালির মধ্যে ফেলে রাখা রয়েছে সেই মূর্তি। এরপরই চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কাঁকসার রাজনৈতিক মহলে।
স্থানীয় আদিবাসীদের অভিযোগ, উদ্বোধনের পর দিন থেকেই বিরসা মুন্ডার মূর্তি তারা নির্দিষ্ট স্থানে নেই। তবে ঠিকই কি কারণে মূর্তিটি সরানো হয়েছে সেই বিষয়ে তাদের ধারণা নেই। বিষয়টি নিয়ে কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে সাফাই স্বরূপ তিনি জানান, মূর্তিটি তৈরিতে কিন্তু ত্রুটি ছিল। তাই কাঁকসা ব্লক প্রশাসন সেটি সরিয়ে পঞ্চায়েত কার্যালয়ে রেখেছে। ত্রুটি ঠিক করে যথা স্থানে মূর্তিটি রেখে দেওয়া হবে। এই প্রসঙ্গে,” এলাকার সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার জানিয়েছেন, তৃণমূল আদিবাসীদের ভোট ব্যাঙ্ক নিজেদের দখলে রাখার জন্য তড়িঘড়ি বিরসা মুন্ডার মূর্তি বসানো হয়েছিল। কিন্তু তার পর যা হল তা অত্যন্ত অবমাননাকর।”
বিষয়টি কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিরোধীদের অভিযোগ, এইভাবে বিরসা মূর্তির সরিয়ে অবমাননা করা হয়েছে।