বাংলা হান্ট ডেস্ক: ১ অক্টোবর থেকে আসছে নতুন নিয়ম। যদি এবার থেকে কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে চান, কিংবা ড্রাইভিং লাইসেন্স (Driver’s license) আধার কার্ড (Aadhaar Card) বা পাসপোর্ট (Indian Passport) বানাতে চান তাহলে এবার থেকে বয়সের প্রমাণের জন্য কেবল বার্থ সার্টিফিকেট (Birth Certificate) হলেই চলবে। তাই যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আর হালকাভাবে নেবেন না। ১ অক্টোবর থেকে বার্থ সার্টিফিকেটের ভূমিকা বাড়তে চলেছে। এবার থেকে এই বার সার্টিফিকেটই হবে একাধিক বিষয় প্রমাণের একটি নথি।
আসলে এই নয়া বিল গত বাদল অধিবেশনে পাশ হয়। গত ১১ আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) সই করেন। ফলে নয়া এই আইন অনুযায়ী বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বাড়বে। এই নিয়মে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে গত ১৩ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশধনী) ২০২৩ আইনের ১-এর উপধারা (২) অনুযায়ী নয়া নিয়ম ১ অক্টোবর থেকে লাগু হবে।
এই নয়া নিয়মের ফলে জন্ম শংসাপত্র শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য, ডাইভিং লাইসেন্স তৈরির জন্য, কিংবা আধার কার্ড বা পাসপোর্টের আবেদন কিংবা বিবাহ রেজিস্ট্রেশনের মতো আরও অনেক বিষয়ে একক নথি হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ, আধার কার্ড কিংবা পাসপোর্ট বানাতে গেলে এবার থেকে জন্ম শংসাপত্র থাকলেই হয়ে যাবে। এই নয়া আইনের উদ্দেশ্য হল, নিবন্ধিত জন্ম ও মৃত্যুর জন্য একটি জাতীয় ও রাজ্য স্তরের ডেটাবেস তৈরি করা। তাই যদি আপনার পরিবারের শিশু বা কোনও ব্যক্তির বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে দ্রুত এটির জন্য আবেদন করুন।