বাংলাহান্ট ডেস্ক : ‘খেলা হবে’ থেকে ‘মমতাদি আর এক বার’, ভাইরাল স্লোগানই হোক বা যুব রাজনীতি সব ক্ষেত্রেই রাজ্য রাজনীতিতে তরুণ সমাজের অন্যতম বড় মুখ দেবাংশু ভট্টাচার্য। গতকাল ছিল তাঁরই জন্মদিন। মুখ্যমন্ত্রীর স্নেহধন্য তিনি। তাই তাঁর জন্মদিনে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানাবেনই সে তো জানাই কথা। কিন্তু কেমন ভাবে নিজের ২৬ তম জন্মদিন কাটালেন রাজ্য তৃণমূলের এই যুব নেতা?
দল এবং বিরোধী দলের একাধিক শীর্ষ নেতা নেত্রীর কাছ থেকে পাওয়া শুভেচ্ছা বার্তা, কেক, পায়েস ইত্যাদি ছাড়াও এবারে জন্মদিনটা একটু অন্যভাবেই ধরা দিল দেবাংশুর কাছে। তাঁর জীবনের এই বিশেষ দিনটিতে পরিবার এবং বন্ধুরা ছাড়াও সঙ্গী হয়েছিল ১৬ জন পথশিশু। জন্মদিনের আনন্দ তাদের সঙ্গেও ভাগ করে নিলেন তৃণমূলের এই তরুণ নেতা।
জন্মদিনের ব্যাপারে বলতে গিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘জন্মদিনটা আমি সাধারণত পরিবারের সঙ্গেই কাটাই। বন্ধুরাও সঙ্গেই থাকে। এবারেও সেই নিয়মের ব্যতিক্রম ছিল না। কিন্তু এবারের জন্মদিনে বিশেষ বলতে ছিল ওই ১৬ জন পথশিশু।’ উল্লেখ্য, গত বছর দুর্গাপুজোয় ওই শিশুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দেবাংশু। নিজের জন্মদিনটাও তাদের সঙ্গেই কেক কেটে পালন করতে দেখা গেল তাঁকে। নিজেই স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সব মুহুর্তের ছবি।
এদিন তিনি বলেন, ‘সকলেই আজ উইশ করেছেন। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) মেসেজ করেছেন। অভিষেক দা (অভিষেক বন্দ্যোপাধ্যায়), ডেরেক ও ব্রায়ান থেকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে দিনটা।’ এদিকে ক্যামেরায় সামনে তাঁর সঙ্গে নিত্য কলহ-বিবাদ দেখা গেলেও দেবাংশুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। তিনি বলেন, ‘অন্য দিন রাজনৈতিক আলোচনার সময় বহু তর্ক বিতর্ক হয় তাঁর সঙ্গে। অনেক ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণ লেগপুল করি একে অপরের। কিন্তু আজ দেবাংশুর জন্মদিন। আজ রাজনৈতিক তর্কের দিন নয়। ভালো কাটুক তাঁর দিনটি।’