দেখে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৯ টি Unseen ছবি, গত বছর তিনি নিজেই করেছিলেন শেয়ার

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ বৃহস্পতিবার ৭০ এ পা দিলেন। আর আজ ওনার জন্মদিন উপলক্ষে ওনার সমর্থকরা এবং বিজেপির কর্মীরা সেবাঊ সপ্তাহ পালন করছেন। দেশের তামাম নেতা, অভিনেতারা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওনার জন্মদিনে শুভকামনা জানিয়েছেন। আজ আপনাদের কিছু ছবি দেখাব, যেগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব পছন্দের এবং বিরল ছবি।

pm narendra modi birthday 17 sep 20202

আরএসএস এর সাথে ওনার যোগাযোগ আত বছর বয়সেই হয়ে গিয়েছিল। তখন তিনি চায়ের দোকানে কাজ করতেন। আর তখন থেকেই তিনি আরএসএস শাখায় যোগ দেওয়া শুরু করেন।

pm narendra modi birthday 17 sep 20203

১৯৭৩ সালে নরেন্দ্র মোদীকে সিদ্ধুপুরে আয়োজিত একটি বিশাল সন্মেলনে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যেখানে তিনি সংঘের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছিলেন।

pm modi 1

৩রা জুন ১৯৭৮ সালে নরেন্দ্র মোদীকে সংঘের গুরু দায়িত্ব দেওয়া হয়, আর ওনাকে প্রচারক বানানো হয়। এরপর থেকে তিনি বডোডরাতে সংঘের হয়ে কাজ করা শুরু করেন।

pm modi 3

নরেন্দ্র মোদী দেশে এমার্জেন্সি বিরোধী আন্দোলনকারীদের মধ্যে প্রধান মুখ ছিলেন। তিনি গুজরাট লোক সংঘর্ষ সমিতির সদস্য ছিলেন।

pm modi 4

একটা সভায় বক্তব্য পেশ করছেন নরেন্দ মোদী।

pm modi 5

প্রয়াত রাষ্ট্রপতি ভারত রত্ন এপিজে আবদুল কালামের সাথে প্রধানমন্ত্রী মোদী।

pm narendra modi birthday 17 sep 20208

একটি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী।

pm modi 6

৫ জানুয়ারি ১৯৯৮ সালে নরেন্দ্র মোদীকে রাষ্ট্রীয় মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

pm modi 7

২৩ মার্চ ১৯৯৫ সালে বিজেপি গুজরাট বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হাসিল করে। সেই সময় নরেন্দ্র মোদী সংগঠনের সচিব ছিলেন।

pm modi 8

নরেন্দ্র মোদী দ্বারা ট্যুইট করা একটি ছবি।

pm modi 9

একতা যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

pm modi 10

আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

pm narendra modi birthday 17 sep 202017

৩ ফেব্রুয়ারি ১৯৮৭ সালে নরেন্দ্র মোদী গুজরাট সংগঠনের সচিব হিসেবে বিজেপিতে যোগদান করেন।

pm modi 11

আরএসএস এর একটি বৈঠকে নরেন্দ্র মোদী।

একতা যাত্রায় নরেন্দ্র মোদী।
pm modi 14
একটি সভায় ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী।
pm modi 15
প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ি-এর সাথে নরেন্দ্র মোদী।

Koushik Dutta

সম্পর্কিত খবর