‘ডাইনি’ থেকে মমতা আজ ভগবান! নাম না করেই সুজাতাকে সেই ‘ইতিহাস’ মনে করালেন সৌমিত্র

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার যে যে কেন্দ্রগুলির দিকে রাজ্যবাসীর নজর থাকবে, তার মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর। প্রাক্তন দম্পতি মুখোমুখি হয়েছেন এই কেন্দ্রে। বিজেপি দাঁড় করিয়েছে বিদায়ী সাংসদ তথা দুঁদে রাজনীতিক সৌমিত্র খাঁকে (Saumitra Khan)। অন্যদিকে তৃণমূলের বাজি সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এবার ভোটের আবহে নাম না নিয়েই প্রাক্তন সহধর্মিণীকে নিশানা করলেন পদ্ম প্রার্থী।

উনিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর (Bishnupur) কেন্দ্র থেকে সৌমিত্রকে টিকিট দিয়েছিল বিজেপি। সেবার স্বামীকে জেতাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিলেন সুজাতা (Sujata Mondal)। তাঁর লড়াই কাজেও এসেছিল। বিষ্ণুপুরে পদ্ম ফুটিয়েছিলেন সৌমিত্র। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে সুজাতা তৃণমূলে যোগ দিতেই পাল্টে যায় সম্পূর্ণ সমীকরণ।

সংসার ভেঙেছে অনেক আগেই। এবার ভোট ময়দানে প্রতিপক্ষ সৌমিত্র-সুজাতা। আগামী ২৫ মে নির্বাচন রয়েছে বিষ্ণুপুরে। তার আগে আজ ফেসবুক লাইভে এসে নাম না করেই প্রাক্তন স্ত্রী তথা প্রতিপক্ষ সুজাতাকে একহাত নিলেন পদ্ম প্রার্থী।

আরও পড়ুনঃ শুভেন্দু গড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার অনুমতি দিল না সরকারি কলেজ! আসল কারণ ‘ফাঁস’ হতেই শোরগোল

সৌমিত্র বলেন, ‘ইতিহাসটা ভুলে গেলেন? কী যেন বলেছিলেন… অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিভ কেটে… আজ সেই অভিষেক ভগবান। কী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাইনি, আজ তিনি ভগবান। আমরা রাজনৈতিকভাবে এসব কথা ব্যবহার করি না। আমি শুধু বলি, অভিষেকবাবু, রাজীব ঘোষালের বাড়িতে প্রতিদিন ছেলেমেয়েরা আসছে। পয়সাকড়ি নিয়ে কীসব কেলেঙ্কারি হয়েছে! সাদা খাতা জমা দিয়ে চাকরিবাকরি ব্যাপারে!’

এখানেই না থেমে অভিষেকের (Abhishek Banerjee) উদ্দেশে সৌমিত্র বলেন, ওই রাজীবের বাড়ি থেকে একটু ঘুরে আসুন না! ওঁর কাছ থেকে অনেক ছেলেমেয়ে টাকা পাবে, সেগুলো পরিশোধ করার একটু ব্যবস্থা করুন। ‘চুরি করুন আর চালিয়ে যান’, মন্তব্য করেন বিজেপির বিদায়ী সাংসদ।

Bishnupur BJP candidate Saumitra Khan targets Sujata Mondal

এরপর সরাসরি অভিষেকের ছেলের নাম নিয়ে সৌমিত্র বলেন, ‘অভিষেকবাবু, আপনার ছেলের নাম আয়াংশ না? আমি কোনোদিন আপনার ছেলের নামে বলিনি। আপনার ছেলে ভালো থাকুক, বড় হোক। কিন্তু ওকে নিয়ে বলা হয়েছিল, আয়+অংশ= আয়াংশ। এটা বলা হয়েছিল, আজ তাঁর হয়ে প্রচার করছেন! ভাগ্যের কী পরিহাস’!

এরপর দুর্নীতি ইস্যু নিয়েও কথা বলেন সৌমিত্র। অভিষেককে ‘জমিদারের ব্যাটা’, ‘জমিদার পিসির ভাইপো’ বলেও সম্বোধন করেন বিজেপি প্রার্থী। একইসঙ্গে তাঁর আমলে কী কী উন্নয়ন হয়েছে তারও খতিয়ান তুলে ধরেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর