দাঁড়িয়ে BDO, চেয়ারে বসে TMC নেতা! সরকারি অনুষ্ঠানের ছবি পোস্ট করে বিস্ফোরক সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি অনুষ্ঠান মঞ্চের প্রথম সারিতে বসে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতারা। এদিকে বসার জায়গা নেই বিডিওর! চেয়ারের পাশে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন তিনি। রবিবার পানাগড় বাইপাসে প্রতীক্ষালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল এমনই চিত্র। সমাজমাধ্যমে সেই ছবি তুলে ধরেছেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) পোস্টে শোরগোল!

রবিবার পশ্চিম বর্ধমানের পানাগড় ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, গলসির বিধায়ক নেপাল ঘোরুই, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার রাজু মিশ্র, কাঁকসা পঞ্চায়ের সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, কাঁকসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার পর্ণা দে সহ অনেকে। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। সেই অনুষ্ঠানেই দেখা যায়, চেয়ারে বসতে পারেননি কাঁকসার বিডিও পর্ণা।

এদিন সকালে সেই অনুষ্ঠানের একাধিক ছবি তুলে ধরে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) লেখেন, ‘পানাগড় বাইপাসে প্রতীক্ষালয় উদ্বোধনের সরকারি অনুষ্ঠান মঞ্চে সামনের সারিতে আসন আলো করে বসে তৃণমূলে নেতারা (আকাশি রঙয়ের হাফ হাতা জামা পরিহিত পল্লব বন্দ্যোপাধ্যায়)। চেয়ারের পাশে দাঁড়িয়ে কাঁকসা বিডিও পর্ণা দে। আধিকারিকদের নূন্যতম সম্মানটুকু নেই’।

আরও পড়ুনঃ বার কাউন্সিলের সঙ্গে বৈঠক! কর্মবিরতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের আইনজীবীদের! জোর শোরগোল

নিজের এই পোস্টে বাংলা হান্ট (Bangla Hunt) সহ রাজ্যের একাধিক সংবাদমাধ্যমকে ট্যাগ করেছেন বিজেপি সাংসদ। ইতিমধ্যেই তাঁর এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এটাই তৃণমূলের সংস্কৃতি’। কারোর আবার মন্তব্য, ‘সরকারি কার্যক্রমকেও ওরা পার্টির বানিয়ে দিল’।

Saumitra Khan post Kanksa BDO

সৌমিত্রর (Saumitra Khan) পোস্টে দেখা যাচ্ছে, কাঁকসার বিডিও পর্ণা দে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে অনুষ্ঠান মঞ্চের সামনের সারিতে বসে রয়েছেন অন্যান্য নানান ব্যক্তি। তাঁদের মধ্যে আকাশি রঙের হাফ হাতা জামা পরিহিত একজনকেও দেখা গিয়েছে। বিজেপি সাংসদের দাবি, সেই ব্যক্তির নাম পল্লব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে পদ্ম নেতার এই পোস্ট। সরকারি অনুষ্ঠান মঞ্চে বসতে পারেননি খোদ বিডিও! এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর