মমতাকে মা সারদার সঙ্গে তুলনা সুজাতার! ‘ও অপ্রকৃতিস্থ’, পাল্টা কটাক্ষ সৌমিত্র খাঁয়ের

বাংলা হান্ট ডেস্ক : কারও কাছে তিনি রাণী রাসমণি তো কারও কাছে তিনি মা দূর্গা। একাধিক সময় একাধিক তৃণমূল নেতার গলায় শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতার স্তুতি। ‘মা সারদা আবার জন্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হয়েছেন’— বছর দুই পূর্বে এমনই মন্তব্য করেছিলেন নির্মল মাজি। আর এবার সেই একই বক্তব্য শোনা গেল বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের (Sujata Mondal) গলাতেও।

উল্লেখ্য যে, লোকসভা ভোটে প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর (Bishnupur)। প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan) ও সুজাতা মন্ডল। গত বুধবার বিকেলেই বাঁকুড়ার ইন্দাস বাজারে প্রচার অনুষ্ঠানে এসেছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা। সেখান থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানেন খোদ মা সারদার সাথে। স্বাভাবিকভাবেই তারপর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

যদিও এই প্রথম নয়। এর আগেও একাধিকবার মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আসনে বসিয়ে বিতর্ক উসকে দিয়েছেন বিভিন্ন তৃণমূল নেতা। আর এবার নির্বাচনের মুখে ফের একবার বিতর্ক উস্কে বিষ্ফোরক মন্তব্য সুজাতা মণ্ডলের। যদিও বিজেপিও ছেড়ে কথা বলছেনা। সুজাতার এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন তারই প্রাক্তন স্বামী স্বামী সৌমিত্র খাঁ।

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রী হয়েও সীমান্ত জ্ঞান নেই’, মমতাকে দেশদ্রোহী বলে বেনজির তোপ অমিতের

saumitra khan

এইদিন সুজাতার এই বয়ানের পর পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক। সৌমিত্র খাঁ-কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মা সারদা সারা দেশের ‘মা’। তার সাথে কোনও মানুষের তুলনা হয়না। প্রচারে নেমে প্রলাপ বকছেন সুজাতা।’ এখানেই শেষ নয়, আরামবাগে সুজাতার ভাষণের কথা স্মরণ করিয়ে সৌমিত্র বলেন, ‘জন্মগতভাবে সংরক্ষিত শ্রেণীর মহিলা হয়েও তিনি আরামবাগে যেভাবে বলেছিলেন যে, SC মহিলারা ভিক্ষা করতে আসছে। SC মহিলারা ভিখারী, তো তিনি এরকমই বলবেন। তিনি এত বেশি লোভী এবং এত বেশি ক্ষমতা চায় যে আমারই খারাপ লাগে।’

আরও পড়ুন : বজ্রবিদ্যুৎ সহ নাগাড়ে বৃষ্টি ১১ জেলায়, কী অবস্থা দক্ষিণবঙ্গের? IMD-র ভয়ঙ্কর রিপোর্ট

sujata mondal 8

একই সাথে, সুজাতার সাথে নিজের দাম্পত্য সম্পর্ককে কলঙ্কময় ইতিহাস বলেও আফশোষ করেন তিনি। তৃণমূল প্রার্থীকে কটাক্ষ শানিয়ে বলেন, সুজাতা নাকি সবসময় অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন। সৌমিত্রর এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রার্থী নির্বাচনের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বিতর্কের মধ্যমণি হয়ে উঠলেন সুজাতা। দিনকয়েক আগেই ‘সন্দেশখালি’র ঘটনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘বড় বড় দেশে এরকম ছোট ছোট ঘটনা হয়।’ সুজাতার সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই শুরু আরেক বিতর্ক।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর