ইন্দ্রানী সেন, বাঁকুড়া: দেশজুড়ে গেরুয়া ঝড়ের ব্লক ও পঞ্চায়েত এলাকার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করতে পথে নামলেন ইন্দাস দুই এর মণ্ডল সভাপতি গৌতম ধারা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শাশপুর, দীঘলগ্রাম, মঙ্গলপুর আকুই অঞ্চলে। গেরুয়া আবির,দলীয় পতাকা আর বিশেষ প্যারোডি গ্যান বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভা যাত্রা ছিল চোখে পড়ার মত।
উল্লেখ্য, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পাশাপাশি ইন্দাস ব্লক এলাকা ২০১১ পরবর্তী সময়ে শাসক দলের গড় হিসেবে পরিচিত ছিল।
২০১৪ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে জয়ী হন সৌমিত্র খাঁ। পরে ২০১৯ এর নির্বাচনের আগে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন ও এই কেন্দ্রে ফের প্রার্থী হন। আদালতের নির্দেশে তাঁর নির্বাচনী এলাকায় ঢোকার সুযোগ না পাওয়ায় সৌমিত্র খাঁ নিজে প্রচার করতে পারেননি। স্বামীর হয়ে এলাকায় প্রচার চালান স্ত্রী সুজাতা খাঁ। তবুও ফের বিষ্ণুপুর কেন্দ্রের মানুষের রায় সৌমিত্র খাঁ-ই ফের সংসদে যাওয়ার ছাড়পত্র আদায় করে নেন। ফলে দলীয় নির্দেশে এখানে বিজয়োৎসব নয়, মানুষকে ‘ধন্যবাদ জ্ঞাপক’ মিছিলের আয়োজন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।
ইন্দাস ব্লক দুই মণ্ডল সভাপতি গৌতম ধারা বলেন,” আমাদের এলাকায় শাসক দল সন্ত্রাসের আবহ তৈরী করেছিল। শাসক দলের ভয়ে নিজের ঘর ছাড়তে বাধ্য হয়েছিলাম। এত কিছুর পরেও বিষ্ণুপুর লোকসভার মানুষ বিজেপিকে ভোট দিয়ে আমাদের সাংসদ সৌমিত্র খাঁকে জয়ী করেন। ২৩মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার কয়েক দিন পরেই আমাদের কর্মী সমর্থকরা বিজয় মিছিল করে আমাকে নিজের গ্রাম ধরমপুরে বরন করে নেন। যেই পার্টির জন্য এতদিন পরিশ্রম করেছি তাঁর সাফল্যে আমরা সবাই গর্বিত। নিজেদের এলাকায় মোদীজীর অনুপ্রেরণায় সার্বিক উন্নয়ন করবো।”