রাতে ঘুমানোর আগে বিষ্ণুপুজোর ইতিকথা জানুন

Published On:

সৌগত মন্ডল ,রামপুরহাট-বীরভূম : প্রতি বছরের ন্যায় এ বছরও বিষ্ণুপুরে সারম্বরে পূজিত হলো বিশ্বরূপ। কখনো শ্যামচাঁদ কখনো বিশ্বরূপের প্রতিমা হয়, তবে এবার একটু অন্য রূপ দেখাগেল, সেটি হল বম্ভবা-বিষ্ণু-মহেশ্বর। পূজো কমিটির সদস্য ও সেবাইত স্নেহাশিষ চক্রবর্তী জানাই ,”এবছর আমরা একটু অন্য ভাবে প্রতিমা করেছি, স্বয়ং বিষ্ণু পঞ্চনাগের শয়ন করছেন এবং ধনের দেবী মা লক্ষী রয়েছেন।

এই প্রতিমা তৈরী করতে ১ মাস সময় লেগেছে। এই পূজোকে কেন্দ্র করে ছোট মেলাও বসেছে এবং স্থানীয় শিল্পীদের নিয়ে প্রত্যেক দিন সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে” ।এই প্রতিমা ১২ দিন থাকবে।

প্রচুর ভক্তের সমাগম হয় এই মেলাই।

সম্পর্কিত খবর

X