বন্দে ভারতে দেওয়া হল বিশ্ববাংলার খাবার, মেনুতে কী কী ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক: আজ থেকে সফর শুরু করল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেন নিয়ে মানুষের মধ্যে উচ্ছাস চোখে পড়ার মতোই। অতিথি যাত্রীরা ট্রেনে উঠলে তাঁদের হাতে ‘বিশ্ব বাংলা’র খাবারের প্যাকেট দিল আইআরসিটিসি। এই দৃশ্যে অবাক হচ্ছেন অনেকেই।

কী ছিল এ দিনের খাবারের প্যাকেটে? জানা গিয়েছে, বন্দে ভারতে এ দিন খাবার হিসেবে ছিল একটি করে কেক, ভেজ স্যান্ডউইচ, ক্রিম রোল, কাজু বরফি ও খাস্তা কচুরি। সঙ্গে ছিল একটি টমেটো কেচাপের পাউচ। লাল রঙের খাবারের প্যাকেটে লেখা ছিল ‘সুন্দরিনী’। তার নীচে লেখা ছিল ‘মিষ্টি মুখে হাসি ফোটাল’। 

vande bharat express

এ দিন হাওড়া স্টেশনে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু মাতৃ বিয়োগের কারণে শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল হয়। মা হীরাবেন মোদীর শেষকৃত্য করার পর আহমেদাবাদ থেকে ভার্চুয়াল মাধ্যমে এই সূচনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। 

vande bharat food

 

খাবারের প্যাকেটে বিশ্ব বাংলার লোগো দেখে অনেক যাত্রীই অবাক। তাঁদের মনে প্রশ্ন, কেন্দ্র-রাজ্যের সম্পর্ক এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে এই দৃশ্য চমকে দেওয়ার মতো। এ দিন রেল মন্ত্রকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

যদিও এ দিন অনুষ্ঠান শুরুর আগেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অতিথিদের কয়েকজন মুখ্যমন্ত্রীকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মঞ্চের সিঁড়ির পাশে চেয়ারে বসেন মমতা। পরে সেখানে দাঁড়িয়েই বক্তৃতা দেন। বন্দে ভারত এক্সপ্রেসে এ দিন অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক, রেলের আধিকারিক ও বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা।


Avatar
Subhraroop

সম্পর্কিত খবর