কী ভয়ঙ্কর কাণ্ড! গাড়ির উপরে উঠে পড়ে মানুষ! পুলিশের সাহায্যে সে যাত্রা প্রাণ হাতে নিয়ে ফেরেন বিশ্বজিৎ

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি হলেও দীর্ঘদিন ধরে মুম্বই নিবাসী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। বাংলায় ফিল্মি কেরিয়ার শুরু করলেও পরবর্তীকালে হিন্দি ইন্ডাস্ট্রিতেই মনোযোগ দেন তিনি। অভিনয় কেরিয়ার গড়ার পাশাপাশি মুম্বইতে সংসারও পেতেছেন বিশ্বজিৎ (Biswajit Chatterjee)। সেখানেই ঘটা করে দুর্গাপুজোও করেন অভিনেতা। বিগত ২০ বছর ধরে জুহুতে পুজো করে আসছেন তিনি। এ বছর ২১ এ পা দেবে তাঁর পুজো। বাঙালিয়ানা পুরোদমে বজায় রেখেছেন বিশ্বজিৎ (Biswajit Chatterjee)।

মুম্বইয়ে দুর্গাপুজো করেন বিশ্বজিৎ (Biswajit Chatterjee)

সংবাদ মাধ্যমের হয়ে কলম ধরে বিশ্বজিৎ (Biswajit Chatterjee) লিখেছেন, বর্তমানে কুপার হাসপাতালের বিপরীতে জুহু ক্লাব মিলেনিয়ামে পুজোর আয়োজন করেন তিনি। মুম্বইতেই একটুকরো কলকাতাকে নিয়ে গিয়েছেন বিশ্বজিৎ (Biswajit Chatterjee)। প্রতিমার জন্য মাটি আসে কলকাতা থেকে। ঢাকি, ঠাকুরমশাইও চলে আসবেন বলে জানান বিশ্বজিৎ।

   

আরো পড়ুন : দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন, কী কী থাকে পুরস্কারে? কতজন বাঙালিই বা পেয়েছেন এই সম্মান?

কীভাবে শুরু হয়েছিল বিশ্বজিতের পুজো

২০০৪ সাল থেকে শুরু হয় বিশ্বজিতের (Biswajit Chatterjee) দুর্গাপুজো। তবে অভিনেতা নন, এই পুজো শুরু করেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী ইরা। কী কারণ ছিল এর পেছনে? অভিনেতা জানান, একবার তাঁর মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর সুস্থতার জন্য মানসিক করেছিলেন বিশ্বজিৎ (Biswajit Chatterjee) জায়া। তারপরেই শুরু এই পুজো। বিশ্বজিৎ জানান, প্রতি বছরই নিয়ম করে হৃতিক রোশনের পরিবার তাঁর পুজোয় আসেন। এ বছর থাকতে না পারলেও তাঁরা মনে করে পাঠিয়ে দিয়েছেন মায়ের শাড়ি থেকে পুজোর সামগ্রী। তবে একজনকে বিশ্বজিৎ (Biswajit Chatterjee) জোর করেন না তাঁর পুজোয়।

আরো পড়ুন : ‘আমাকে বিয়ে করবেন?’ সলমনকে প্রস্তাব বিদেশিনীর, পিলে চমকানো উত্তর নায়কের!

ছেলেকে জোর করেন না অভিনেতা

তিনি তাঁর নিজের ছেলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু কেন? আসলে বিশ্বজিৎ (Biswajit Chatterjee) বলেন, পুজোর সময়টায় প্রতি বছরই বুম্বার (প্রসেনজিৎ) একটা না একটা ছবি মুক্তি পায়। সেসব নিয়ে তিনি ব্যস্ত থাকেন। তাই ছেলেকে বিশেষ জোর করেন না বিশ্বজিৎ। তবে তিনি এও জানান, পুজোর সময়ে মুম্বইতে থাকলে প্রসেনজিৎ তাঁর পুজোয় আসেন। যোগ দেন বৌমা অর্পিতাও। শুধু তাই নয়, ভোগ বিতরণ থেকে শুরু করে গানও শোনান তিনি।

Biswajit Chatterjee

‘বিশ সাল বাদ’ ছবিটি করার সময়েই কলকাতা থেকে মুম্বই চলে আসেন বিশ্বজিৎ। তখনো পুজোর সময়ে পাঁচদিনের ছুটি নিয়ে তিনি চলে আসতেন কলকাতা। বিশ্বজিৎ তখন সুপারস্টার। কলকাতায় লুকিয়ে ঠাকুর দেখতে বেরোতেন, যাতে কেউ চিনে না ফেলে। তবে একবার কেলেঙ্কারি কাণ্ড হয়ে গিয়েছিল। আউট্রাম ঘাটে বিসর্জন দেখতে গিয়ে বড় বিপদে পড়েছিলেন তিনি। বিশ্বজিৎকে দেখেই ঘিরে ধরেছিল কাতারে কাতারে মানুষ। অনেকে নাকি গাড়ির উপরেও উঠে পড়েছিলেন। শেষমেষ কলকাতা পুলিশ উদ্ধার করেছিল তাঁকে।

ad2
Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর