বাংলাহান্ট ডেস্ক : ‘গৌরী এলো’ সিরিয়ালের মাধ্যমে মহিলা মহলের ক্রাশ হয়ে উঠেছিলেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Bandopadhyay)। বয়সে ঢের ছোট গৌরী ওরফে মোহনা মাইতির সঙ্গে তাঁর রসায়ন আজো মনে রেখে দিয়েছেন দর্শক। মাঝে দীর্ঘদিন পর্দা থেকে হাওয়া বিশ্বরূপ (Biswarup Bandopadhyay)। অবশেষে এল বড় খবর। সোজা বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন বিশ্বরূপ। ।
কোন সিনেমায় দেখা যাবে বিশ্বরূপকে (Biswarup Bandopadhyay)
সংবাদ মাধ্যম সূত্রে খবর, পরিচালক অর্ণব মিদ্যার আসন্ন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ দিয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোটপর্দার ‘ঈশান’। অভিনেত্রী রুক্মিণী মৈত্রের বিপরীতে দেখা যাবে তাঁকে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী এবং রুক্মিণী। বিশ্বরূপের (Biswarup Bandopadhyay) চরিত্রটি কেমন হতে চলেছে?
কেমন হবে চরিত্রটি: জানা গিয়েছে, বিশ্বরূপের (Biswarup Bandopadhyay) চরিত্রটি সাসপেন্সে পরিপূর্ণ হতে চলেছে। বিশুদ্ধ রোম্যান্টিক নয়, বরং বেশ রহস্যের জাল ঘিরে থাকবে তাঁর চরিত্রটিকে। গল্পের শেষে একটি অপ্রত্যাশিত টুইস্টও থাকছে বলে খবর। প্রিয় নায়কের সিনেমায় ডেবিউয়ের খবরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও।
আরো পড়ুন : পালটে গেল হিসেব, দিতিপ্রিয়ার কামব্যাকে বন্ধের মুখে এই সিরিয়াল! কোন স্লটে আসছে ‘তোমাকে ভালোবেসে’?
ছোটপর্দা দিয়ে শুরু কেরিয়ার: প্রসঙ্গত, ছোটপর্দায় দূর্গা দূর্গেশ্বরী এবং গৌরী এলো ধারাবাহিকে দেখা গিয়েছে বিশ্বরূপকে (Biswarup Bandopadhyay)। গৌরী এলো সিরিয়ালে ডাক্তারবাবু ঈশানের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে পরে জানা গিয়েছিল, ঈশান আসলে মহাদেবের অংশ। ওই সিরিয়ালে তাঁর অভিনয় ভূয়সী প্রশংসিত হয়েছিল।
আরো পড়ুন : মার্চেই আসবে সন্তান, অন্তঃসত্ত্বা ‘নিম ফুল’ অভিনেত্রীর সাধে হাজির ‘পর্ণা’ পল্লবী
গৌরী এলোর পর দীর্ঘদিন কোনো প্রোজেক্টে দেখা মেলেনি বিশ্বরূপের। তেমনি সোশ্যাল মিডিয়াতেও তেমন সক্রিয় থাকেন না তিনি। অবশেষে তাঁর সিনেমায় ডেবিউয়ের খবরে খুবই খুশি অভিনেতার ভক্তরা।