বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরে পহেলগাঁও হামলায় এবার নয়া মোড়। হামলায় নিহতদের মধ্যে একজন ছিলেন বাংলার বিতান অধিকারী (Bitan Adhikary)। ছোট ছেলের সামনেই তাঁকে গুলি চালিয়ে খুন করে জঙ্গিরা। তাঁর স্ত্রীর মুখে সেদিনের ঘটনা শুনে বুক কেঁপে উঠেছিল সকলেরই। এবার হঠাৎ করেই এই ঘটনায় এল সম্পূর্ণ এক নতুন মোড়। মৃত বিতানের (Bitan Adhikary) দাদা বিভু অধিকারী বিষ্ফোরক অভিযোগ আনলেন ভাইয়ের স্ত্রী সোহিনীর বিরুদ্ধে। তিনি নাকি আদতে বাংলাদেশি। ভুয়ো পরিচয়পত্র নিয়ে এদেশে থাকছিলেন তিনি। এমন তাঁর বিরুদ্ধে নাকি ভুয়ো নথিপত্র সংক্রান্ত মামলাও চলছে বলে দাবি করেছেন মৃতের দাদা।
কাশ্মীর হামলায় মৃত বিতান অধিকারীর (Bitan Adhikary) স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
পাটুলির বাসিন্দা হলেও কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন বিতান অধিকারী (Bitan Adhikary)। তবে চলতি মাসে কলকাতায় ফিরেছিলেন তিনি। স্ত্রী পুত্রকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর ঘুরতে। কিন্তু সেখান থেকে কফিনবন্দি হয়ে ফিরল তাঁর দেহ। স্বামীর মৃত্যুশোকের মাঝেই একাধিক বিতর্কের জেরে চর্চায় রয়েছেন মৃত বিতানের স্ত্রী সোহিনী। মৃতের দাদা বিভু একাধিক অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে।
কী অভিযোগ করলেন বিতানের দাদা: বিতানের বাবা মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার মৃতের দাদা দাবি করলেন, সোহিনী নাকি বাংলাদেশের নাগরিক। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে থাকছেন তিনি। ভুয়ো নথি দেখিয়েই নাকি বিতানের (Bitan Adhikary) সঙ্গে সোহিনীর বিয়ে দিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা, অভিযোগ বিভুর। তিনি আরো দাবি করেছেন, নথির সমস্যার জেরেই ২০২৩ সালে ফ্লোরিডা থেকে ভারতে ফিরতে বাধ্য হন সোহিনী। তারপর থেকে ছেলেকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন তিনি। এমনকি এদেশে থাকতে চেয়ে তাঁর আবেদনও নাকি খারিজ হয়েছে বলে জানান বিভু।
আরো পড়ুন : কাশ্মীরে নিহত বিতানের নামে তোলা হচ্ছে টাকা! শোরগোল শুরু হতেই সামনে এল ‘আসল সত্যি’
অভিযোগ ওঠে সোহিনীর মায়ের বিরুদ্ধেও: বিতানের (Bitan Adhikary) দাদার দাবি, সোহিনীর বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট সহ ফৌজদারি ধারায় একাধিক মামলাও নাকি দায়ের রয়েছে। শুধু তাই নয়, তিনি আরো দাবি করেছেন, সোহিনীর মা-ও নাকি ভুয়ো নথি তৈরি করে বৈষ্ণবঘাটায় বাড়ি কিনেছিলেন। কিন্তু পরে ধরা পড়ে যাওয়ায় আবার বাংলাদেশ ফিরে যান তিনি। বিতান এবং তাঁর স্ত্রীর সঙ্গে তাঁদের পরিবারের দূরত্ব বেড়েছে বলেও দাবি করেন মৃতের দাদা।
আরও পড়ুন : আদালত-কেন্দ্র বিতর্কে অবস্থান স্পষ্ট করল সরকার, ওয়াকফ আইন নিয়ে শেষ কথা বলে দিল দিল্লি
বিভুর অভিযোগের বিরুদ্ধে অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি সোহিনী। কাশ্মীরে সেদিনের ভয়াবহতা এখনও ভুলতে পারেননি তিনি। মেনে নিতে পারছেন না স্বামীর মৃত্যু। তিনি জানান, গুলি করার আগে বিতানকে জঙ্গিরা জিজ্ঞাসা করেছিল, তিনি হিন্দু নাকি মুসলিম। কলমা পড়তে বলা হয়েছিল। যে জঙ্গি তাঁকে গুলি করে তার কপালে নাকি একটি ক্যামেরা বাঁধা ছিল বলেও দাবি করেছেন মৃত বিতানের স্ত্রী।