বাংলা হান্ট ডেস্কঃ আজ রবিবার প্রার্থী তালিকা প্রকাশ পাচ্ছে। দিল্লী বিজেপির সদর দফতর থেকে বিজেপির জেনারেল সেক্রেটারি অরুণ সিংহ এই প্রার্থী তালিকা ঘোষণা করছেন। এর আগে ৬ মার্চ বিজেপি প্রথম দু’দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। প্রথম দুই দফার জন্য ৫৭ জন প্রার্থী নাম ঘোষণা করেছিল বিজেপি। এরপর আরেক দফায় অভিনেতা থেকে রাজনীতিতে নামা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি।
আলিপুরদুয়ার থেকে অশোক লাহিড়ী।
রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়।
রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুর থেকে।
স্বপন দাশগুপ্তা তারকেশ্বর।
নিশীথ প্রামাণিক দিনহাটা।
বাবুল সুপ্রিয়ো টালিগঞ্জ।
যশ দাশগুপ্তা চণ্ডীতলা।
পায়েল সরকার বেহালা পূর্ব।
ডঃ ইন্দ্রনীল খাঁ কসবা।
তনুশ্রী চক্রবর্তী শ্যামপুকুর।
লকেট চ্যাটার্জী চুঁচুড়া।
অঞ্জনা বসু সোনারপুর সাউথ থেকে।’
রন্তিদেব সেনগুপ্তা হাওড়া দক্ষিণ।
BJP releases a list of 27 candidates for 3rd phase and a list of 36 candidates for 4th phase of elections in West Bengal pic.twitter.com/jDkI2bcAJ6
— ANI (@ANI) March 14, 2021