বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) আক্রান্ত তৃণমূল (tmc), ফের অভিযোগের আঙ্গুল বিজেপির (BJP) দিকে। বিধায়ক আশিস দাসের (ashish das) উপর হামলার ঘটনায়, শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনাকে ‘বিজেপির গুন্ডারাজ’ বলে চিহ্নিত করে লিখিত বিবৃতিতে নিন্দা জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ঘটনাটি ঘটে রবিবার রাজধানী আগরতলায়। সূত্রের খবর, চাঁদপুর থেকে ধর্মনগরে দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় রবিবার সন্ধ্যায় ধর্মনগরের কাছে এক হামলার সম্মুখীন হন সুরমার তৃণমূল নেতা আশিস দাস। বিধায়কের গাড়ি ঘিরে ধরে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। তাঁর উপর হামলা করে, কিল, চড়, ঘুষি মেরে জামাকাপড় ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
বিধায়কের দাবি, এই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সকলেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অনুগামী। এই ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দায়ী করে থানায় অভিযোগ জানিয়ে আশিস দাস বলেন, ‘বিজেপির গুণ্ডারা আমার মোবাইল নিয়ে যায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে থাকে আমাকে’।
জানা গিয়েছে, এদিনই বিধায়ক আশিস দাসের হাত ধরে কাঞ্চনপুরে শতাধিক মানুষ তৃণমূলে যোগ দেন। আর এই বিষয়টাকেই মেনে নিতে পারছে না বলে, বিজেপি এমন হামলা চালাচ্ছে বলে সবুজ শিবিরের ধারণা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
প্রসঙ্গত, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর, অর্থাৎ বাংলার ক্ষমতায় তৃতীয়বার আসার পর এবার দিল্লীর মসনদ দখলের স্বপ্নে বিভোর তৃণমূল শিবির।। যে কারণে কখনও ত্রিপুরা, কখনও গোয়া, আবার কখনও হরিয়ানায় নিজেদের ঘাটি শক্ত করতে উঠে পড়ে লেগেছে মমতা বাহিনী।