আক্রান্ত বাংলা হান্ট! শোভনকে ‘খোলা চ্যালেঞ্জ’ আক্রমণকারী যুবকের, কভারেজে গিয়ে ধুন্ধুমার!

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে বিজেপির ডাকা বাংলা বনধ, অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। এর মাঝে এবার সংবাদ কভার করতে নেমে কলকাতার রাস্তায় আক্রান্ত হল বাংলা হান্ট। ‘বিজেপির দালাল’ (BJP) সম্বোধন করে একাধিকবার আক্রমণ করার পর ‘ক্ষমতা থাকলে দেখাবেন’ বলে কার্যত চ্যালেঞ্জ করলেন এক যুবক।

  • সংবাদ কভার করতে গিয়ে আক্রান্ত বাংলা হান্ট!

এদিন তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কভার করতে গিয়েছিল বাংলা হান্টের প্রতিনিধি শোভন। এসপ্ল্যানেডের কাছে আমাদের সংবাদমাধ্যমের বুম দেখে আচমকাই তেড়ে আসেন এক যুবক। এরপর ‘বিজেপির দালাল’, ‘বিজেপির পা চাটা চ্যানেল’, ‘বিজেপির থুথু চাটা চ্যানেল’ বলে ক্রমাগত আক্রমণ করতে থাকেন তিনি। এর মাঝে একটি অপশব্দও ব্যবহার করেন ওই যুবক।

  • ‘বিজেপির দালাল’ (BJP) বলে আক্রমণ করলেন কে?

সোদপুর নিবাসী ওই যুবকের নাম প্রীতম দত্ত। শোভনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি স্বাধীন নাগরিক। আপনার সাংবাদিকতার কাজ আমার পছন্দ নয়, তাই আমি প্রতিবাদ করলাম’। এরপর আঙুল উঁচিয়ে ‘আপনারা বিজেপির দালাল’ (BJP) বলে চিৎকার করতে শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ ‘তৈরি থাকুন’! বাংলা বনধের দিনেই চরম ঘোষণা, শুভেন্দুর কথায় তোলপাড় রাজ্য!

প্রীতম নামের ওই যুবক জানান, তিনি পানিহাটি মহাবিদ্যালয়ের ছাত্র। কলেজে ছাত্র আন্দোলন করেন কিনা জিজ্ঞেস করায় উত্তর আসে, ‘আপনাকে কে বলেছে ছাত্র আন্দোলন করি?’ এরপর বারবার ‘বিজেপির পা চাটা দালাল চ্যানেল’ বলে চিৎকার করতে থাকেন তিনি। ওই যুবকের চিৎকার শুনে এরপর সেখানে এসে হাজির হন আরও বেশ কয়েকজন। এরপর আমাদের প্রতিনিধিকে ঘিরে ধরে ‘জয় বাংলা’ স্লোগান তুলতে থাকেন তাঁরা।

BJP agent Bangla Hunt attacked in Kolkata

এখানেই শেষ নয়, এদিন ‘বিজেপির দালাল’ বলে বাংলা হান্টকে একাধিকবার আক্রমণের পর কার্যত চ্যালেঞ্জের সুরে ওই যুবক বলেন, ‘ক্ষমতা থাকলে দেখাবেন’। এরপর ফের আঙুল উঁচিয়ে আমাদের প্রতিনিধিকে জিজ্ঞেস করেন, ‘আপনি মণিপুর নিয়ে কটা কভারেজ করেছেন? হাথরস নিয়ে কটা কভারেজ করেছেন?’

পাল্টা বাংলা হান্টের প্রতিনিধি জিজ্ঞেস করেন, আপনি আরজি কর নিয়ে কটা কথা বলেছেন? উত্তরে সেই যুবক বলেন, আমরাও আরজি কর নিয়ে পথে আছি। এদিন বাংলা হান্টকে ‘বিজেপির দালাল’ (BJP) বলে একাধিকবার আক্রমণ করলেও নিজের বক্তব্যের স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি প্রীতম নামের ওই যুবক। কী প্রমাণ আছে একাধিকবার জানতে চাওয়া হলেও সুকৌশলে সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর