বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা তৃণমূলের, তারপর থেকে নিখোঁজ সে! ঘনাচ্ছে রহস্য

বাংলাহান্ট দেস্কঃ রাজ্যে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। সকাল থেকেই নানা দিক থেকে নানারকম অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপির (bjp) এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের (tmc) বিরুদ্ধে। এমনকি তাঁকে খুঁজে না পাওয়ার এবং তাঁর ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ।

বিজেপি প্রার্থী অর্চনা দাসের দাবি, সংযুক্ত মোর্চা ও তৃণমূলের হাত রয়েছে তাঁর এজেন্ট পলাশ দাসের নিখোঁজ হওয়ার পেছনে। তবে উভয় পক্ষই তাদের দিকে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও এখনও অবধি কোন খোঁজ মেলেনি ওই বিজেপি এজেন্টের।

bjp flag salil bera 1

ঘটনাটি ঘটেছে, ফতুল্লাপুর দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে। অভিযোগ বুথ নম্বর ৭০, ৭১, ৭২-তে বিজেপির এজেন্টকে বসতে দেয়নি তৃণমূল। এই বিষয় নিয়ে উত্তেজনা ছড়াতেই বিজেপির কর্মী সদস্যরা লক্ষ্য করেন তাদের এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজেন্ট পলাশ দাসকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, তাঁকে ফোনে চেষ্টা করেও পাওয়া যায় না। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


Smita Hari

সম্পর্কিত খবর