পুলিশের সামনেই ছিঁড়ে ফেলা হচ্ছে বিজেপির হোডিং!

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে এবার হোর্ডিং যুদ্ধ বেঁধে গেল। একদিকে যখন কলকাতার রাস্তা তৃণমূলের (tmc)হোর্ডিং, ব্যানার ছেয়ে গিয়েছে, তখন অন্যদিকে জায়গা না পাওয়ার অভিযোগ তুলেছে বিজেপি (bjp)। শুধু তাই নয়, বিজেপির হোর্ডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠল।

বাংলায় নির্বাচনের রাজনৈতিক তর্জা বহু আগেই শুরু হয়ে গিয়েছে। এখন বর্তমান সময়ে প্রার্থী তালিকা ঘোষণার পর চলছে দিকে দিকে ব্যানার হোর্ডিং-র ছড়াছড়ি। কিন্তু এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে- একেই তাঁরা হোর্ডিং পাচ্ছে না, তারউপর পুলিশের সামনেই তাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া হচ্ছে।

BJP's big success: 98 leftist members enlist in bjp in Kerala

সম্প্রতি বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ব্যক্তি কলকাতার এক বাস স্ট্যান্ডে লাগানো বিজেপির হোর্ডিং লম্বা লাঠি দিয়ে ছিঁড়ে দিচ্ছে। পাশাপাশি তাদের অভিযোগ জেলাতেও সমস্ত হোর্ডিং দখলে নিয়েছে তৃণমূল।

হোর্ডিংর লাইসেন্স দেওয়া হয় পুরসভা থেকে। কিন্তু এখন যেহেতু পুরসভায় মমতা সরকারের রাজ চলছে, তাই পুরসভার লোকেরা ধমক দিয়ে এসমস্ত করাচ্ছে বলে অভিযোগ বিজেপির।


Smita Hari

সম্পর্কিত খবর