স্ত্রীকে মনোনয়ন তুলতে হবে! কেষ্টর বিরুদ্ধে মামলাকারী শিবঠাকুরের মাথা ‘ফাটাল’ BJP

বাংলা হান্ট ডেস্কঃ শিরোনামে ফের সেই শিবঠাকুর মণ্ডল (Shibthakur Mandal)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বীরভূমের (Birbhum) বালিজুরি পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী (TMC Candidate) হয়েছেন শিবঠাকুরের স্ত্রী লিপিকা মণ্ডল। আর তার জেরেই রক্তারক্তি কাণ্ড। মাথা ফাটল ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলাকারী শিবঠাকুর মণ্ডলের।

এবারের পঞ্চায়েতে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন শিবঠাকুরের স্ত্রী। সেই নিয়ে বেজায় খুশিও ছিল দম্পতি। তবে এরই মাঝে বিপত্তি। অভিযোগ, স্ত্রীর মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ দিয়ে শিবঠাকুরের উপর হামলা চালিয়েছে তার কাকা ও কাকার অনুগামীরা। অভিযুক্তরা বিজেপি (BJP) দল করে।

এই নিয়ে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন শিবঠাকুর। যদিও তার অভিযোগে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির পাল্টা দাবি, মনোনয়ন প্রত্যাহারের জন্য তাদের প্রার্থীকে চাপ দেওয়া হচ্ছিল। তাই বাধ্য গিয়ে প্রতিবাদে করেছে বিজেপি।

ঠিক কী ঘটেছিল? শিবঠাকুর মণ্ডলের অভিযোগ আজ রথের দিন সকালে ভাগের পুকুরে মাছ ধরা হচ্ছিল। তার দুই ছেলে সহ কাকা দীপক মণ্ডলও সেখানে ছিল। এরপর পুকুরের মাছ ধরার পর সেই মাছ বিজেপি কর্মীদের মধ্যে ভাগাভাগি করে দিচ্ছিলেন তিনি। এরই প্রতিবাদ করেন শিবঠাকুর।

অভিযোগ, এই প্রতিবাদের জেরেই তার উপর চড়াও হন কাকা ও তার অনুগামীরা। মারধর করে শিবঠাকুর মণ্ডলের মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি তার জামাকাপড়ও ছিঁড়ে দেওয়ার হয়। এরপরেই অভিযোগ নিয়ে দুবরাজপুর থানার দ্বারস্থ হন প্রাক্তন নেতা। প্রসঙ্গত পূর্বে অনুব্রত মণ্ডলের ওপর ভয় দেখানো,মারধর ও খুনের চেষ্টার অভিযোগ এনে রাতারাতি লাইমলাইটে উঠে এসেছিলেন শিবঠাকুর মণ্ডল।

যদিও তাতে কেষ্টর ক্ষতি তো দূর বরং লাভই হয়েছিল। কারণ অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ আনাতে তখন বেশ কিছুদিন পিছিয়ে গিয়েছিল নেতার দিল্লিযাত্রা। যদিও এই ঘটনার পরই দল থেকে বহিষ্কার করা হয় শিবঠাকুরকে। তবে সেই শিবঠাকুরের স্ত্রীকে এবার পঞ্চায়েতে টিকিট দিয়েছে তৃণমূল।

bjp tmc

শিবঠাকুরের অভিযোগ, “কাকা দীপককে প্রার্থী করেছে বিজেপি। তাই লিপিকাকে ভয় দেখিয়ে মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিতেই এই হামলা করেছে বিজেপি।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। পাল্টা বিজেপির দাবি, “লিপিকা হেরে যাবে বুঝতে পেরেই শিবঠাকুর এই সব নাটক করছে। আজ বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছিলেন শিবঠাকুর। এরপর তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর