‘আমি BJP-RSS কে গুরু মানি”, বললেন রাহুল গান্ধী! মায়াবতীকে নিয়েও দিলেন বয়ান

বাংলা হান্ট ডেস্ক : ভারত জোড়ো যাত্রার মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে একের পর এক আক্রমণ শানিয়ে গেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, বিজেপি-আরএসএস নাকি তাঁকে পথ দেখিয়েছে। শিখিয়েছে কী করা উচিৎ, আর কী করা উচিৎ নয়। বছরের একেবারে শেষ লগ্নে এসে ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) বিরতিতে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিকে টানা উপহাস করে গেলেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী এদিন দাবি করেন, কন্যাকুমারি থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রার পর তিনি বুঝেছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে জেতা মারাত্মক কঠিন। তবে, রাহুল এটাও মনে করেন, পদ্মশিবিরকে হারাতে হলে বিরোধীদের মধ্যে ঐক্য থাকাটা খুব জরুরি বলে। সামনের সপ্তাহে উত্তরপ্রদেশে কর্মসূচির আগে অখিলেশ যাদব, মায়াবতীদের তাঁর পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বানও জানালেন তিনি।

মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) দ্বিতীয় পর্ব। উত্তরপ্রদেশ, পঞ্জাব, জম্মু-কাশ্মীরে যাওয়ার আগে পদ্মশিবিরকে নিশানা করে একের পর এক আক্রমণ করে গেলেন রাহুল গান্ধী। আজ শনিবার তিনি বলেন, ‘কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত খুব সাধারণ একটি কর্মসূচি হিসেবেই এই পদযাত্রা শুরু করেছিলাম। তবে, সময় গড়াতেই আমি বুঝেছি এই কর্মসূচিতে নতুন আবেগ তৈরি হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে ক্ষোভের আঁচ পেয়েছি আমি।

Rahul

প্রায় ২৮০০ কিলোমিটার ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) পর রাহুল গান্ধী বলেন বিজেপি-আএসএস তাঁকে পথ দেখিয়েছে। গেরুয়া শিবিররের কাছেই তিনি শিখেছেন কী করা উচিত। তিনি আরও বলেন, ‘বিজেপি-কে আমার গুরু হিসেবে মানি। ওরা আমাকে পথ দেখাচ্ছেন। কী করা উচিত নয়, তা বিজেপি-ই আমাকে শেখাচ্ছে।’

এই প্রসঙ্গে গেরুয়া শিবিরকে ধন্যবাদও জানিয়েছেন রাহুল। তবে সবটাই কটাক্ষের মোড়কে। তাঁর মতে বিজেপি-আরএসএস-এর আক্রমণই তাঁর দলকে আরও শক্তিশালী করছে। তাঁর মতে এই আক্রমণই কংগ্রেসকে সঠিক পথে চলার দিশা দিচ্ছে। রাহুল এদিন কলেন, ‘আমি চাই বিজেপি কংগ্রেসেকে আরও তীব্র আক্রামণ করুক। তাতে কংগ্রেস কর্মীদের নিজেদের কর্তৃব্য ও আদর্শ বুঝতে আরও সুবিধা হবে।’

Sudipto

সম্পর্কিত খবর