সোমবার দুপুরে বড় ধামাকা বিজেপির! ২ ঘণ্টার জন্য কলকাতায় অমিত শাহ, থাকছে বিরাট চমক

বাংলা হান্ট ডেস্ক: ব্যস্ত সূচির মধ্যে দু’ ঘণ্টার জন্য বাংলায় ঝটিকা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে কোনও রাজনৈতিক কারণে নয়, দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় আসছেন তিনি।

বিজেপি (BJP) সূত্রে খবর, দ্বিতীয়ার দিন অর্থাৎ সোমবার বিকেলে দু’ঘণ্টার জন্য কলকাতায় (Kolkata) আসছেন শাহ। তাঁর হাত দিয়েই সন্তোষ মিত্র স্কোয়্যারের (Santosh Mitra Square) ‘রাম মন্দির’-এর (Ram Mandir) উদ্বোধন হবে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যা সফরসূচি রয়েছে, তাতে সোমবার দুপুর ৩টে ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। ছত্তীসগঢ়ের রায়পুর থেকে বিশেষ বিমানে শহরে আসবেন শাহ।

বিমানবন্দর থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে চেপে শাহ চলে যাবেন শিয়ালদহে আইআরসিটিসির হেলিপ্যাডে। তারপর সেখান থেকে সড়কপথে দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ পৌঁছবেন সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো প্যান্ডেলে। সন্তোষ মিত্র স্কোয়্যারের ‘রাম মন্দির’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ মিনিট থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সজল ঘোষের পুজো বলে খ্যাত এই সন্তোষ মিত্র স্কোয়্যারের উদ্বোধনের পর বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ সেখান থেকে বেরিয়ে যাবেন শাহ।

এরপর আবার আইআরসিটিসির হেলিপ্যাড হয়ে পৌঁছে যাবেন কলকাতা বিমানবন্দরে। বিকেল ৫টা ২০ মিনিটের বিশেষ বিমানে চেপে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজেপি সূত্রের খবর, সোমবার দুপুর ৩টে ২০ থেকে বিকেল ৫টা ২০ মিনিট- এই সময়কালে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই অমিত শাহের। কেবলমাত্র তিনি পূজো উদ্বোধনের জন্যই কলকাতায় আসছেন। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো প্রতিবছরই ভিড় টানে। গত বছর লালকেল্লার আদলে ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপ চত্বর। এবার ‘অযোধ্যার (Ayoddha) রাম মন্দির’ থিম করা হয়েছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর