অনন্তের দাবিতে অস্বস্তিতে বিজেপি! কী এমন চাইলেন মহারাজ? ফাঁস হতেই তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের সময় থেকেই অনন্ত মহারাজের (Anant Maharaj) ক্ষোভের কথা শোনা যাচ্ছে। এবারের ভোটে কোচবিহারে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। অনেকের অনুমান, অনন্তের ‘রাগে’র প্রভাব পড়েছে ভোটে! এবার তাঁর আর এক দাবিতে পদ্ম শিবির (BJP) অস্বস্তিতে পড়েছে বলে খবর।

অনন্তের কোন দাবিতে ‘অস্বস্তি’তে গেরুয়া শিবির (BJP)?

এবারের লোকসভা নির্বাচনের সময় ‘পৃথক রাজ্যে’র দাবিতে কোনও রকম উৎসাহ দেখায়নি বিজেপি (BJP)। এই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল বলে খবর। এবার ভোট সম্পন্ন হওয়ার মাস দুয়েকের মাথায় সংসদেই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ালেন পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তাও দিলেন।

বহুদিন ধরেই কোচবিহারকে (Cooch Behar) কেন্দ্রশাসিক অন্দল করার দাবি জানাচ্ছেন অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্রে জানা যাচ্ছে, তাঁদের তরফ থেকে জানানো পৃথক রাজ্যের এই দাবি মানা হবে এই প্রতিশ্রুতি দিয়েই অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। যার বদলে পদ্ম শিবিরের নজর ছিল রাজবংশী ভোটের ওপর। তবে নির্বাচন ঘোষণার পরেই এই নেতা একগুচ্ছ ক্ষোভ উগড়ে দাবি করেন, অমিত শাহ নাকি ফোন করে তাঁকে জানিয়ে দিয়েছেন কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হচ্ছে না।

আরও পড়ুনঃ হাইকোর্টে মামলা দায়ের পরাজিত ৫ BJP প্রার্থীর! পাঁচ বিচারপতির হাতে পাঠানো হল মামলা

এই আবহে গতকাল রাজ্যসভায় কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হন অনন্ত। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এবং অসমে কোচবিহারের অন্তর্ভুক্তি অবৈধ, অসাংবিধানিক ও জনগণের ইচ্ছাবিরোধী। সংগঠনের দাবি, পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার বানানো হোক। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অনন্ত মহারাজ দাবি জানিয়েছিলেন বলে খবর। স্বাধীনতা পরবর্তী সময় থেকে কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হচ্ছে সেটা যেন শোধরানো হয়, শাহের কাছে তিনি এদিন সেই দাবি জানান।

anant maharaj

এদিকে বিজেপি (BJP) যে অনন্তের এই দাবির পাশে নেই তা স্পষ্ট করে দিয়েছেন পদ্ম শিবিরের আর এক রাজ্যসভার সাংসদ তথা রাজ্যে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘বিজেপি খণ্ড-বিখণ্ডে বিশ্বাসী নয়। পশ্চিমবঙ্গের এখনকার সীমারেখা বজায় রাখাই হল বিজেপির নীতি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর